কলকাতা, 12 নভেম্বর : বুলবুলের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গঠিত টাস্কফোর্স কাজ শুরু করল । আজ নবান্নে হল টাস্কফোর্সের প্রথম বৈঠক । ক্ষতিগ্রস্ত 9 টি জেলার পরিস্থতি খতিয়ে দেখতে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হয় । যদিও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হয়নি । নবান্ন সূত্রে এখবর জানা গেছে ।
ক্ষতিগ্রস্ত 9 টি জেলা থেকে যে রিপোর্ট এখনও পর্যন্ত এসে পৌঁছেছে তা পুনরায় খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হবে । সূত্রের খবর, আগামীকাল বেলা 12 টার মধ্যে রাজ্য প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে । প্রশাসনের তরফে এদিন সংবাদমাধ্যমের কাছে কিছু জানানো না হলেও নবান্ন সূত্রে খবর, আগামীকাল বিকেলের মধ্যেই তৈরি হয়ে যাবে বুলবুল ঘূর্ণিঝড়ে ফসল, রাস্তাঘাট ইত্যাদি নিয়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট ।