কলকাতা, 6 নভেম্বর: পেঁয়াজের দাম দেখতে গিয়ে চোখে পড়ল চিন থেকে আসা নিষিদ্ধ রসুন । কলকাতার গড়িয়াহাট বাজারে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ সেই রসুন। সেই ঘটনায় হাতেনাতে ধরলেন নবান্নের টাস্কফোর্সের কর্তারা । বিক্রি বন্ধ না-করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে, সোমবার বাজার পরিদর্শনে বেরিয়ে এমনটাই জানালেন টাস্ক ফোর্সের কর্তা রবীন্দ্রনাথ কোলে।
কলকাতার বাজারে হু হু করে বাড়ছিল পেঁয়াজের দাম ৷ ঊর্ধ্বমুখী আদা-রসুনও। লাগাতার বেড়ে চলা পেঁয়াজের দামে লাগাম দিতে শুরু হয়েছে বাজারে-বাজারে টাস্কফোর্সের হানা। এদিন লেক মার্কেট ও গড়িয়াহাট বাজারে হানা দেয় টাস্ক ফোর্স ও কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। লেক মার্কেটে সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও পেঁয়াজের দাম এখনও কমেনি । পাইকারি বাজারে 37 টাকা কেজি হলেও বিক্রেতারা চড়া দামে বিক্রি করছে ।
গড়িয়াহাট বাজারে ঢুকতেই দোকানে দোকানে পেঁয়াজের পাশেই রসুন দেখে চোখ কপালে ওঠে টাস্কফোর্স কর্তাদের । সস্তায় দেদার বিকোচ্ছে নিষিদ্ধ চিনা রসুন । দেশে উৎপাদিত রসুনের দাম এখন 300-350 টাকা কেজি । অন্যদিকে এই নিষিদ্ধ চিনা রসুন প্রায় অর্ধেক দাম মাত্র 160-180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে । এই সস্তার নিষিদ্ধ রসুন থেকে মারণ ক্যানসার রোগ হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা ।