কলকাতা, 21 জুলাই : পরিবর্তিত পরিস্থিতিতে এই রকম প্ল্যাটফর্ম থেকে একুশের একুশে জুলাইকে 'ঐতিহাসিক' সভায় রূপ দিতে মমতা কোন তাস ফেলেন সেদিকে নজর ছিল বাংলার ৷ কোভিড পরিস্থিতিতে পরিবর্তিত একুশে জুলাইয়ের মঞ্চ কি হয়ে উঠতে পারবে তৃণমূল কংগ্রেসের একুশ জয়ের প্ল্যাটফর্ম? সে প্রশ্নও উঠছিল ৷ একুশের ভোটযুদ্ধ পর্যন্ত BJP বিরোধিতার রাশ যে কোনওমতেই আলগা করছেন না, ভার্চুয়াল মঞ্চে বক্তব্য রাখার সময় তা বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দল এবং একইসঙ্গে বিরোধী দল BJP-কে বার্তা দিলেন, বাংলায় বহিরাগতদের নো এন্ট্রি ৷ ছুঁয়ে গেলেন NRC, NPR-কেও ৷ বার্তা দিলেন, বাংলায় সরকার ফেলার চক্রান্ত বরদাস্ত করবেন না ৷ ডাক দিলেন BJP-র জামানত বাজেয়াপ্ত করার ৷ কর্মীদের মনোবল বাড়াতে BJP টনিকের পাশাপাশি তাঁর নতুন দাওয়াই - ''চিন্তা করবেন না, হাম হ্যায় না ৷''
কোরোনা ঝড়। তার সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো সুপার সাইক্লোন আমফান। লড়াই চলছে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর। তার উপর গেরুয়া শিবিরের তরফে আনা একের পর এক অভিযোগ । এর জেরে বারবার বিপাকে পড়েছে মা-মাটি-মানুষের সরকার । কখনও কাটমানি । কখনও আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি । কখনও বা নানা রাজনৈতিক সংঘর্ষ, জল-বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, রেশন দুর্নীতি-সহ একাধিক ক্ষেত্রে যথাযথ পরিষেবা না দেওয়ার অভিযোগ । তালিকায় রয়েছে চাকরির পরীক্ষা, বেকারত্বও । এই পরিস্থিতিতে তৃণমূল কিছুটা হলেও ব্যকফুটে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ৷ কিন্তু মমতার কথায়, "মনে রাখবেন আহত বাঘ আরও ভয়ংকর।"
আজকের সভায় শুরু থেকেই BJP-কে নিশানা করেন মমতা । প্রত্যাশা অবশ্য এটাই ছিল । তাঁর স্পষ্ট বার্তা, "2019-এ কটা আসন পেয়ে লম্ফ-ঝম্প শুরু করেছে BJP ৷ তবে গুজরাত বাংলাকে চালাবে না । বহিরাগতরা নয়, বাংলার লোকই বাংলা চালাবে । কারণ BJP দেশকে বিষাক্ত করেছে ৷ দেশের অর্থনীতি, গণতন্ত্র নষ্ট করেছে ৷ " মমতার কথায় BJP- কে ভোট দিলে সম্মান নষ্ট হয়ে যায় । যার উদাহরণ ভাটপাড়া, গাইঘাটা, নৈহাটি । তাই আজ বারবার সবাইকে তিনি তৃণমূলে ফিরে আসার কথা বলেছেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূলই একমাত্র জায়গা । এখানে শোষণ নেই, শাসন আছে । তাই টাকার লোভে BJP-কে ভোট দেবেন না । এরা রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র সব শেষ করে দিয়েছে ।"
মধ্যপ্রদেশ, কর্নাটকের প্রসঙ্গ টেনে BJP-র রাজনীতিকে তুচ্ছ বলেন মমতা । তিনি জানান, এক অদ্ভুত অবিশ্বাস্য দল BJP। এটা দুঃখের, BJP দেশ শাসন করছে । BJP শুধু টাকা লুট করে, টাকা চুরি করে ৷ নির্বাচনের সময় টাকা দেয় ৷ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে এরা । রাজস্থানে, কর্নাটকে, মধ্যপ্রদেশে টাকা দিয়ে সরকার ভাঙা চলছে । বাংলায়ও চক্রান্ত চলছে। তবে বারবার বাংলার মানুষের উপর ভরসা রেখেছেন তিনি । পোডিয়ামের ওপার থেকে ওই দৃঢ় কণ্ঠ বলে উঠেছে, "মনে রাখবেন আপনারা লড়াই করে 35 বছরের CPI(M) সরকারকে সরিয়েছেন । BJP কেও সরাতে পারবেন । তাই বহিরাগতরা নয়, বাংলার লোক বাংলা চালাবে ৷" দিয়েছেন সতর্কবার্তাও । BJP-কে ভরসা করলে যে বিপদ হতে পারে, সেই বিষয়টি বারবার স্পষ্ট করার চেষ্টা করেছেন । তৃণমূল সুপ্রিমো বলেন, "BJP যা করছে তাতে রাজনীতি একটা নোংরা খেলায় পরিণত হয়েছে । কোনও নির্বাচন কমিশন নেই । কোনও নিয়ম নেই । সব রাজ্যে শুধু শাসন চালাতে চায় BJP । যেন ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি । ওদের ভুল করলে সব যাবে । জীবন-জীবিকা সব যাবে ।"