পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jyotipriya Arrested: পাখির চোখ 24-র ভোট, তাই টার্গেট তৃণমূল! জ্যোতিপ্রিয় গ্রেফতারে মন্তব্য তাপস রায়ের - তৃণমূলকে টার্গেট বিজেপির

গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ 24-এর নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উত্তর 24 পরগনার ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং বরানগরের বিধায়ক তাপস রায়ের ৷

Etv Bharat
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিধায়ক তাপস রায়ের

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 2:33 PM IST

কলকাতা, 27 অক্টোবর: লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে ৷ শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে দীর্ঘ একুশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার প্রসঙ্গে এমনই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এদিন ভোররাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। তারপর দীর্ঘ সময় নীরবতা বজায় রেখেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন দলের মুখপাত্র তথা উত্তর 24 পরগনার ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং বরানগরের বিধায়ক তাপস রায় ৷ তিনি জানিয়েছেন, সবটাই 24 এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা করেছে বিজেপি সরকার ৷

তিনি বলেন, "বাংলায় উৎসবের মরশুম চলছে। তবে এদের কাছে পুজো, ফেস্টিভ্যাল বা কার্নিভাল কোনও কিছুই বিষয় নয়। এদের একমাত্র লক্ষ্য হল বিরোধী রাজনৈতিক শক্তি, গণতন্ত্রে অপরিহার্য তাকে নস্যাৎ করে দাও। তাদের ক্ষতি করা, এজেন্সি দিয়ে হেনস্থা করা এবং গ্রেফতার করা। সেই প্রক্রিয়াই চলছে। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে।"

তিনি আরও বলেন, "বিজেপির সঙ্গেও অজিত পাওয়ার, নারায়ণ রাণে, হিমন্ত বিশ্বশর্মা বা শুভেন্দু অধিকারীরা রয়েছেন। তাদের বেলায় কেন সিবিআই বা কেন্দ্রীয় সংস্থাগুলি নিষ্ক্রিয়। কেন বিরোধী শক্তিকে দমন-পীড়নের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।"

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে তাপস রায় জানান, আসলে এটাও এক ধরনের কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন। রাজনৈতিক লড়াইয়ে না পেরে এজেন্সিকে নামিয়ে বিরোধী শক্তিগুলিকে দুর্বল করার চেষ্টা করছে ৷ মানুষের কাছে তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। এর লক্ষ্য একটাই বিজেপির কাছে আত্মসমর্পণ করা। তাঁদের দলে যুক্ত হও নতুবা এই ধরনের কার্যক্রম চলবে। এদিন স্পষ্ট ভাষায় তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারকে কী বলা যায়? তাপস রায় বলেন এক্ষেত্রে তৃণমূলকে টার্গেট তো অনেক আগে থেকেই করা হচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে গোটা বিরোধী শক্তিগুলির সঙ্গে একইভাবে আচরণ করা হচ্ছে।

আরও পড়ুন: যত চোর গ্রেফতার হচ্ছে তত চোরের রানির ছটফটানি বাড়ছে, কটাক্ষ সুকান্তর; চাঁছাছোলা শুভেন্দুও

ABOUT THE AUTHOR

...view details