কলকাতা, 25 জুন: আরও এক ইন্দ্র পতনের সাক্ষী সঙ্গীতের দুনিয়া ৷ প্রায়ত হলেন মহীনের ঘোড়াগুলির শেষস্তম্ভ তাপস দাস। বাপীদা নামেই তিনি অধিক জনপ্রিয় ছিলেন পরিচিতদের কাছে ৷ কেউ কেউ তাঁকে তাপস বাপী দাস বলেও ডাকতেন। রবিবার সকাল সাড়ে 9টা নাগাদ এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে ৷ শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে মমতা লেখেন, "বাপীদার প্রয়াণে আমি শোকাহত। বাপীদা বাংলা ভাষায় দেশের প্রথম রকব্যান্ড মহীনের ঘোড়াগুলির সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার সমস্ত খরচ বহন করে সরকার তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিল। শিল্পীর স্ত্রী সুতপাৃ-সহ সমস্ত অনুরাগীদের আমরা সমবেদনা জানাই।"
বাংলা গানকে আমূল বদলে দিয়েছিল মহীনের ঘোড়াগুলি ৷ গৌতম চট্টোপাধ্যায়দের এই গানের দল হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা ৷ সেই দলেরই সদস্য ছিলেন তাপস ৷ দীর্ঘ দিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ রাজ্য সরকারের সহায়তায় তাঁকে ভরতি করা হয়েছিল এসএসকেএম-এ ৷ কিন্তু রবিবার থেমে গেল সমস্ত লড়াই ৷ মেঘের দেশে পাড়ি দিলেন বাপী ৷