পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tapas Bapi Died: প্রয়াত মহীনের শেষ 'ঘোড়া' তাপস বাপী, শোকজ্ঞাপন মমতার - প্রয়াত মোহিনের শেষ ঘোড়া তাপস বাপী

প্রায়ত হলেন জনপ্রিয় বাংলা ব্যান্ড 'মহীনের ঘোড়াগুলি'র শেষ সদস্য তাপস বাপী দাস ৷ রবিবার এসএসকেএম হাসপাতালে ক্যানসারের কাছে হেরে গেলেন বাংলা গানের স্বর্ণযুগের এক উজ্জ্বল চরিত্র ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 68 বছর ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 25, 2023, 12:44 PM IST

Updated : Jun 25, 2023, 1:59 PM IST

কলকাতা, 25 জুন: আরও এক ইন্দ্র পতনের সাক্ষী সঙ্গীতের দুনিয়া ৷ প্রায়ত হলেন মহীনের ঘোড়াগুলির শেষস্তম্ভ তাপস দাস। বাপীদা নামেই তিনি অধিক জনপ্রিয় ছিলেন পরিচিতদের কাছে ৷ কেউ কেউ তাঁকে তাপস বাপী দাস বলেও ডাকতেন। রবিবার সকাল সাড়ে 9টা নাগাদ এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে ৷ শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মমতা লেখেন, "বাপীদার প্রয়াণে আমি শোকাহত। বাপীদা বাংলা ভাষায় দেশের প্রথম রকব্যান্ড মহীনের ঘোড়াগুলির সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার সমস্ত খরচ বহন করে সরকার তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিল। শিল্পীর স্ত্রী সুতপাৃ-সহ সমস্ত অনুরাগীদের আমরা সমবেদনা জানাই।"

বাংলা গানকে আমূল বদলে দিয়েছিল মহীনের ঘোড়াগুলি ৷ গৌতম চট্টোপাধ্যায়দের এই গানের দল হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা ৷ সেই দলেরই সদস্য ছিলেন তাপস ৷ দীর্ঘ দিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ রাজ্য সরকারের সহায়তায় তাঁকে ভরতি করা হয়েছিল এসএসকেএম-এ ৷ কিন্তু রবিবার থেমে গেল সমস্ত লড়াই ৷ মেঘের দেশে পাড়ি দিলেন বাপী ৷

ধাঁধা'র থেকেও জটিল হয়ে দাঁড়াল ক্যানসার ৷ হার মানলেন অসুস্থ শিল্পী ৷ প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর অনুজরা ৷ সামাজিক মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন গায়ক রূপম ইসলাম-সহ অনেকে ৷ তাপসের বেশ কিছু পুরনো ছবি পোস্ট করে রূপম লেখেন, "এইরকম বাঙ্ময় মুহূর্তই রয়ে গেল শুধু ৷ সচল হয়েই থেকে গেল গান জীবনে অনন্ত পথ চলা ... থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল হবে...বাপীদা- সশরীররে তুমি আর নেই কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে ৷ লাল সেলাম... বিপ্লব দীর্ঘজীবী হোক ৷"

আরও পড়ুন:শরীরে কঠিন রোগ, ছিল না কাজও ; হাসি দিয়েই লড়াই জিতলেন সুমনা

1975 সালে বাংলার সংগীত জগতের নবজাগরণ ঘটিয়ে তৈরি হয়েছিল প্রথম রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলি। তারপর লেখা হয় একের পর এক কালজয়ী গান। 'তোমায় দিলাম', 'পৃথিবীটা নাকি ছোট হতে হতে' 'আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি' 'ধাঁধার থেকেও জটিল তুমি'-র মতো গান আজও লোকের মুখে মুখে ফেরে।

Last Updated : Jun 25, 2023, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details