কলকাতা, 13 মার্চ :কিছুটা অংশে নিভেছে আগুন ৷ ট্যাংরায় মেহের আলি রোডে গুদামের ভিতর থেকে সাদা ধোঁয়া বেরতে শুরু করেছে ৷ এর সঙ্গে গুদামটির পাশে একটি বহুতলে উঠে দমকলবাহিনী উপর থেকে গুদামের একেবারে মধ্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে । কারণ গুদামঘরের চালটি গতকাল রাতেই ভেঙে গিয়েছে । তাই উপর থেকে সরাসরি জল দেওয়ার সুযোগ হয়েছে (Tangra Godown Fire is partially under control in Kolkata) ৷ তবে গুদামের ভিতরে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা জানতে পারেনি দমকল ও পুলিশ ৷
আজ সকালে ঘটনাস্থল থেকে মানুষের ভিড় সরিয়ে দেন পুলিশ আধিকারিকেরা । আর গুদামের হেলে পড়া দেওয়ালটিকে লোহার ব্যারিকেড দিয়ে কোনও রকমে ঘিরে রাখা হয়েছে । সকালে পৌরসভার আধিকারিকদের ঘটনাস্থল দেখতে আসার কথা থাকলেও তাদের দেখা মেলেনি । কিন্তু পৌরসভার আধিকারিকদের অনুমতি ছাড়া ওই দেওয়াল ভাঙা যাবে না ।
গোটা গুদামঘরটিতে এখন কুলিং প্রসেস শুরু করছেন দমকলকর্মীরা । সকালে দমকলকর্মীরা গুদামের ভিতরে ঢোকেন । সেখানে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । কিন্তু গুদামের ভিতরে বড় বড় দেওয়াল ভেঙে পড়ায় জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় তাঁদের । পরে গ্যাস কাটার দিয়ে সেই চাঁইগুলিকে সরিয়ে দিয়ে ভিতরে জল দেওয়ার ব্যবস্থা করে দমকলকর্মীরা ।