পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire at Tangra Update : ট্যাংরায় গুদামে সাদা ধোঁয়া, পাশের বহুতলে উঠে দেওয়া হচ্ছে জল - Kolkata Fire Brigade Tangra News

ট্যাংরার বিধ্বংসী আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ৷ দুর্ঘটনাস্থল থেকে এখন সাদা ধোঁয়া বেরচ্ছে (Fire at Tangra Update) ৷ তবে আজ এখনও অবধি দেখা মেলেনি পৌরসভার আধিকারিকদের ৷

Tangra Factory Fire
পাশের বাড়ির ছাদে উঠে গুদামের ভিতরে জল দিচ্ছেন দমকলকর্মী

By

Published : Mar 13, 2022, 10:53 AM IST

কলকাতা, 13 মার্চ :কিছুটা অংশে নিভেছে আগুন ৷ ট্যাংরায় মেহের আলি রোডে গুদামের ভিতর থেকে সাদা ধোঁয়া বেরতে শুরু করেছে ৷ এর সঙ্গে গুদামটির পাশে একটি বহুতলে উঠে দমকলবাহিনী উপর থেকে গুদামের একেবারে মধ্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে । কারণ গুদামঘরের চালটি গতকাল রাতেই ভেঙে গিয়েছে । তাই উপর থেকে সরাসরি জল দেওয়ার সুযোগ হয়েছে (Tangra Godown Fire is partially under control in Kolkata) ৷ তবে গুদামের ভিতরে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা জানতে পারেনি দমকল ও পুলিশ ৷

আজ সকালে ঘটনাস্থল থেকে মানুষের ভিড় সরিয়ে দেন পুলিশ আধিকারিকেরা । আর গুদামের হেলে পড়া দেওয়ালটিকে লোহার ব্যারিকেড দিয়ে কোনও রকমে ঘিরে রাখা হয়েছে । সকালে পৌরসভার আধিকারিকদের ঘটনাস্থল দেখতে আসার কথা থাকলেও তাদের দেখা মেলেনি । কিন্তু পৌরসভার আধিকারিকদের অনুমতি ছাড়া ওই দেওয়াল ভাঙা যাবে না ।

গোটা গুদামঘরটিতে এখন কুলিং প্রসেস শুরু করছেন দমকলকর্মীরা । সকালে দমকলকর্মীরা গুদামের ভিতরে ঢোকেন । সেখানে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । কিন্তু গুদামের ভিতরে বড় বড় দেওয়াল ভেঙে পড়ায় জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় তাঁদের । পরে গ্যাস কাটার দিয়ে সেই চাঁইগুলিকে সরিয়ে দিয়ে ভিতরে জল দেওয়ার ব্যবস্থা করে দমকলকর্মীরা ।

ট্যাংরার এই গুদামের ভয়াবহ আগুন এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে, জল দিচ্ছে দমকল

আরও পড়ুন : Fire at Tangra : ট্যাংরা অগ্নিকাণ্ডে 12 ঘণ্টা পার, কিছুটা নিয়ন্ত্রণে আগুন

শনিবার বিকেল থেকে আজ সকালে এখনও অবধি 12 ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ ট্যাংরার মেহের আলি রোডে কাপড়ের গুদামের আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এনেছে দমকলবাহিনী ৷ গুদামে দাহ্য বস্তু, রাসায়নিক পদার্থ, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মজুত থাকায় সেগুলি পুড়তে অনেক সময় লেগেছে । কিন্তু দমকল কেন ওয়েট ফোম ব্যবহার করল না, সেই প্রশ্ন উঠছে ৷ সাধারণত দাহ্যবস্তু পুড়লে দমকল ওয়েট ফোম দিয়ে আগুন নেভায় । শুধু জল দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী । এই বিষয়ে দমকল সূত্রের জানা গিয়েছে, মেহের আলি রোডের মতো ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দলকলবাহিনীকে ।

গতকাল ঘটনাস্থলে দমকলের 15 টি ইঞ্জিন আসে । যুদ্ধকালীন তৎপরতায় সারারাত ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে দমকলকর্মীরা । পৌঁছায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও । এমনকি পাশের বাড়িতেও আগুন লাগে ৷ তবে রাত বাড়তে অগ্নিকাণ্ডের ভয়াবহতা কিছুটা হলেও কমেছে ।

আরও পড়ুন : Fire at Tangra : ট্যাংরায় বিধ্বংসী আগুন, দমকল ও পুরমন্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details