কলকাতা, 13 মার্চ:ট্যাংরার অগ্নিকাণ্ডে (Tangra fire update) উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যে ভাবে শহরের ঘিঞ্জি এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে নিজের উদ্বেগ চেপে রাখেননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Tangra fire)। রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন তিনি ।
শহরের ঘিঞ্জি এলাকায় এ ধরনের যে সমস্ত কারখানা রয়েছে, সেগুলি যথাযথ অগ্নি সুরক্ষা মেনে চলছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের (Mamata Banerjee orders high power committee) কথাও বলেছেন তিনি । এই কমিটিতে যেমন পুলিশ প্রশাসনের কর্তারা থাকবেন, একই ভাবে থাকবেন পৌরসভা এবং দমকলের কর্তারাও ।
আরও পড়ুন:Fire at Tangra Update : ট্যাংরায় গুদামে সাদা ধোঁয়া, পাশের বহুতলে উঠে দেওয়া হচ্ছে জল