কলকাতা, 6 অক্টোবর : শরৎ-এর আকাশে দেবীপক্ষের ছোঁয়া লাগতেই পুজোর ঢাকে কাঠি ফেলল টালা প্রত্যয় । সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজোর এবারের ভাবনা 'নির্বাধ' । করোনা অতিমারিতে দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসার দুর্বার চেষ্টা এবার তাদের মণ্ডপের শিল্প ভাবনায় ফুটে উঠেছে । শিল্পী সুশান্ত পাল প্রতিমার অবয়ব থেকে মণ্ডপ সজ্জায় নতুন ভাবে জীবন শুরু করার বার্তা দিয়েছেন । মণ্ডপের বাইরের কাঠামো খুলে পাশে রাখা হচ্ছে, যাতে শৃঙ্খল মুক্তির রূপক ফোটানো যায় ।
মহালয়া মানেই মায়ের চক্ষুদান পর্ব । টালা প্রত্যয় তিথি মেনে দেবীর চক্ষুদান পর্ব সম্পন্ন করেছে । পাশাপাশি, দেবীপক্ষের সূচনা লগ্নে বুধবার সকালে এখানে আয়োজন করা হয় সুর-তাল-ছন্দের এক দুরন্ত উপস্থাপনার ৷ মনে হচ্ছিল একটি কনসার্ট হচ্ছে পুজো মণ্ডপ চত্বরে ।