কলকাতা, 28 সেপ্টেম্বর : ঘোষণা হয়ে গেছিল গতকালই । সেই মতো আজ টালা ব্রিজ দিয়ে যাতায়াতকারী বাসের গতিপথ পরিবর্তনের কথা জানিয়ে দিল রাজ্য প্রশাসন । পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে ব্রিজ বন্ধ থাকার সময়ে ওই পথ দিয়ে যাতায়াত করা পাঁচটি সরকারি বাসের রুট বন্ধ করা হল । এগুলি হল AC 17 C, 11 A, S14 C, M34, S58 । পাশাপাশি বেশকিছু বাসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ।
স্বাস্থ্যরক্ষার এবং সংস্কারের জন্য টালা ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ডানলপ থেকে শ্যামবাজার সংযোগকারী এই ব্রিজটি দৈনন্দিন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ । কম করে কয়েক হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে । পুলিশ ও পরিবহন দপ্তরের সিদ্ধান্ত আপাতত বাস এবং ভারী যানবাহন চলবে না এই ব্রিজ দিয়ে । আজই ব্রিজ পরিদর্শনে আসেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । পুলিশ ও পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে ব্রিজ দিয়ে চলাচলকারী বেশ কিছু গাড়িকে আর জি কর রোড হয়ে শ্যামবাজারের দিকে যাবে । আবার কিছু বাস ফুলবাগান, কাঁকুরগাছি হয়ে যাতায়াত করবে ।