পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টালা ব্রিজ : বন্ধ হল সরকারি বাসের 5টি রুট, বাকিদের গতিপথ ঘোষণা - টালা ব্রিজ : বন্ধ হল পাঁচ সরকারি বাসের রুট, বাকিদের গতিপথ ঘোষণা

টালা ব্রিজে বন্ধ হচ্ছে পাঁচটি সরকারি রুটের বাস । বিকল্প রাস্তা জানালো পরিবহন দপ্তর ।

ফাইল ফোটো

By

Published : Sep 28, 2019, 1:22 PM IST

Updated : Sep 28, 2019, 7:58 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : ঘোষণা হয়ে গেছিল গতকালই । সেই মতো আজ টালা ব্রিজ দিয়ে যাতায়াতকারী বাসের গতিপথ পরিবর্তনের কথা জানিয়ে দিল রাজ্য প্রশাসন । পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে ব্রিজ বন্ধ থাকার সময়ে ওই পথ দিয়ে যাতায়াত করা পাঁচটি সরকারি বাসের রুট বন্ধ করা হল । এগুলি হল AC 17 C, 11 A, S14 C, M34, S58 । পাশাপাশি বেশকিছু বাসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ।

স্বাস্থ্যরক্ষার এবং সংস্কারের জন্য টালা ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ডানলপ থেকে শ্যামবাজার সংযোগকারী এই ব্রিজটি দৈনন্দিন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ । কম করে কয়েক হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে । পুলিশ ও পরিবহন দপ্তরের সিদ্ধান্ত আপাতত বাস এবং ভারী যানবাহন চলবে না এই ব্রিজ দিয়ে । আজই ব্রিজ পরিদর্শনে আসেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । পুলিশ ও পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে ব্রিজ দিয়ে চলাচলকারী বেশ কিছু গাড়িকে আর জি কর রোড হয়ে শ্যামবাজারের দিকে যাবে । আবার কিছু বাস ফুলবাগান, কাঁকুরগাছি হয়ে যাতায়াত করবে ।

এই সংক্রান্ত আরও খবর : আগামীকাল থেকে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল

বাস চলাচলের জন্য টালা ব্রিজের বিকল্প হিসেবে বেলগাছিয়া মেইন রোড, লেকটাউনের মতো রাস্তাগুলিও কাজে লাগানো হবে । আবার বেশ কিছু গাড়িকে সেভেন ট্যাঙ্কের পাশ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে পরিবহন দপ্তর । সন্দেহ নেই পুজোর মুখেই টালা ব্রিজ বন্ধের সিদ্ধান্ত উত্তর কলকাতার একটা বড় অংশ যানজটের মুখোমুখি হতে চলেছে । টালা বারোয়ারি, টালাপার্ক প্রত্যয় বা বাগবাজার সর্বজনীনের মতো বড় পুজোগুলো ওই এলাকাতেই । প্রতিবছরই এই পুজোগুলিকে কেন্দ্র করে ব্যাপক ভিড় হয় । স্বাভাবিকভাবেই টালা ব্রিজ দিয়ে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ায় বা অন্য পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় যানজটের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন পথ চলতি মানুষজন । অর্থাৎ পুজোর দিনগুলিতে কলকাতা পুলিশ যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফের একটা বড়সড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন বলেই মনে করা হচ্ছে ।

কোন বাস কোন পথে

এই সংক্রান্ত আরও খবর : পুজোয় সচল থাকবে কলকাতা? ব্রিজ নিয়ে চিন্তায় লালবাজার

Last Updated : Sep 28, 2019, 7:58 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details