পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Market Price: আজ দশমী, পুজো মিটলেও বাজারে দাম কমার লক্ষণ নেই - Kolkata Market Price

পুজো শেষ ৷ কাল থেকে ফের শুরু সাধারণ দিন ৷ কিন্তু বাজারের কী অবস্থা ? মাছ-মাংস-সবজির দাম কি কিছু কমল ? বাজারে যাওয়ার আগে দেখে নিন একনজরে (Market Price in Kolkata) ৷

Kolkata Market Price
ETV Bharat

By

Published : Oct 5, 2022, 8:34 AM IST

কলকাতা, 5 অক্টোবর:পুজোর ক'টা দিন দেদার খানাপিনা হয়েছে ৷ মাসের শুরুতেই পকেটের অবস্থাও শোচনীয় ৷ আজ দশমী ৷ মা বিদায় নেবেন ৷ এখনও মাসের 25টা দিন বাকি ৷ কলকাতার বাজারে শাক-সবজি-মাংসের দর দামে কোনও পরিবর্তন হল কি না, জানতে হলে চোখ বুলিয়ে নিন কলকাতার বাজারদরে ৷

কাঁচা সবজি-
জ্যোতি আলু: 30-33 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 45 টাকা কিলো
আদা: প্রতি কিলো 100 টাকা
পেঁয়াজ: প্রতি কিলো 25 টাকা
উচ্ছে: প্রতি কিলো 30 টাকা
বেগুন: 80 টাকা কিলো
পটল: প্রতি কিলো 40 টাকা
কুঁদরি: প্রতি কিলো 20 টাকা
গাঁটি কচু: 20 টাকা কিলো
কাঁকরোল: 30 টাকা কিলো
ঝিঙে: 60 টাকা কিলো
ঢ্যাঁড়শ: প্রতি কিলো 50 টাকা
কুমড়ো: প্রতি কিলো 25 টাকা
লাউ: প্রতি কিলো 30 টাকা
টমেটো: প্রতি কিলো 80 টাকা
পেঁপে: 40 টাকা কিলো
চিচিঙ্গা: 25 টাকা প্রতি কিলো
শসা: 40 টাকা
মটরশুঁটি: 30-40 টাকা কিলো
এঁচোড়: 30 টাকা কিলো
শিম: প্রতি কিলো 20-30 টাকা
বাঁধাকপি: 30-40 টাকা কিলো
ফুলকপি: 25 টাকা পিস
বরবটি: 40 টাকা কিলো
ধনেপাতা: 5 টাকা আঁটি
পুই শাক: 10 টাকা আঁটি
লাল শাক: 10 টাকা আঁটি
পাটশাক: 10 টাকা আঁটি
কাঁচালঙ্কা: প্রতি কিলো 120 টাকা
পাতিলেবু: 3-5 টাকা পিস

আরও পড়ুন: নবমীর সন্ধ্যায় পাড়ায় পুজো প্যান্ডেলে সৌরভ

মাছ-
রুই: প্রতি কিলো 130-140 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 350 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 220-250 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 450 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 600 টাকা
ইলিশ: (1 কেজি ওজনের) 1 হাজার 500 টাকা কিলো
তেলাপিয়া: প্রতি কিলো 200 টাকা
ভোলা : প্রতি কিলো 180 টাকা
ট্যাংরা: 400-500 টাকা কিলো
মৌরোলা: 300 টাকা কিলো
পাবদা: 450-500 টাকা
পার্শে: 400-450 টাকা
গলদা চিংড়ি: প্রতি কিলো 600 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 800 টাকা

মাংস-
মুরগি: প্রতি কিলো 150 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 300 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 720-800 টাকা

ABOUT THE AUTHOR

...view details