পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Market Price : নবমীর সকালে ব্যাগ ভর্তি বাজারে পকেটে ছ্যাঁকা ! দাম বাড়ল নাকি কমল ? - নবমীতে মাংসের দাম

আজ নবমীর সকালে বাজারের কী অবস্থা ? মাছ, মাংস, সবজি- কার কী দাম ? বাজারে যাওয়ার আগে জেনে নিন (Market Price in Kolkata) ৷

Market Price in Kolkata
ETV Bharat

By

Published : Oct 4, 2022, 8:17 AM IST

কলকাতা, 4 অক্টোবর: আজ নবমী ৷ দুর্গাপুজো শেষের দিকে ৷ বাড়িতে আজ বিশেষ কিছু আয়োজন হবে নাকি ? মাছের কালিয়া বা কষা মাংস ? ফুলকপি-আলুর ডালনা, মাছের মাথা দিয়ে ডাল (Kolkata Market Price) ৷

কাঁচা সবজি
জ্যোতি আলু: 30-33 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 45 টাকা কিলো
আদা: প্রতি কিলো 100 টাকা
পেঁয়াজ: প্রতি কিলো 25 টাকা
উচ্ছে: প্রতি কিলো 30 টাকা
বেগুন: 80 টাকা কিলো
পটল: প্রতি কিলো 30 টাকা
কুঁদরি: প্রতি কিলো 20 টাকা
গাঁটি কচু: 20 টাকা কিলো
কাঁকরোল: 30 টাকা কিলো
ঝিঙে: 60 টাকা কিলো
ঢ্যাঁড়শ: প্রতি কিলো 50 টাকা
কুমড়ো: প্রতি কিলো 25 টাকা
লাউ: প্রতি কিলো 30 টাকা
টমেটো: প্রতি কিলো 80 টাকা
পেঁপে: 40 টাকা কিলো
চিচিঙ্গা: 25 টাকা প্রতি কিলো
শসা: 40 টাকা
মটরশুঁটি: 30-40 টাকা কিলো
এঁচোড়: 30 টাকা কিলো
শিম: প্রতি কিলো 20-30 টাকা
বাঁধাকপি: 30-40 টাকা পিস
ফুলকপি: 25 টাকা পিস
বরবটি: 40 টাকা কিলো
ধনেপাতা: 5 টাকা আঁটি
পুঁই শাক: 10 টাকা আঁটি
লাল শাক: 10 টাকা আঁটি
পাটশাক: 10 টাকা আঁটি
কাঁচালঙ্কা: প্রতি কিলো 120 টাকা
পাতিলেবু: 3-5 টাকা পিস

আরও পড়ুন:মনখারাপের নবমীতে চোখ বুলিয়ে নিন আগামী বছর পুজো ক্যালেন্ডারে

মাছ-
রুই: প্রতি কিলো 130-150 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 350 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 300 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 450 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 600 টাকা
ইলিশ: (1 কেজি) 1 হাজার 500 টাকা কিলো
তেলাপিয়া: প্রতি কিলো 200 টাকা
ভোলা : প্রতি কিলো 180 টাকা
ট্যাংরা: 400-500 টাকা কিলো
মৌরোলা: 400 টাকা প্রতি কিলো
পাবদা: 500 টাকা প্রতি কিলো
পার্শে: 450 টাকা প্রতি কিলো
গলদা চিংড়ি: প্রতি কিলো 600 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 800 টাকা

মাংস-
মুরগি: প্রতি কিলো 150 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 280 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 720-800 টাকা

ABOUT THE AUTHOR

...view details