কলকাতা, 29 অগস্ট: গত কয়েকদিন বৃষ্টিতে সবজির দর ওঠানামা করছে । মাছের দামেও হেরফের হয়েছে । যদিও মাংসের দামে বিশেষ বদল হয়নি । তবে আজকে সবজির বাজার রবিবারের মতোই ।
- কাঁচা সবজি
জ্যোতি আলু: 28 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 35-38 টাকা কিলো
আদা: 100 টাকা কিলো
রসুন: 80 টাকা কিলো
পেঁয়াজ: 25 টাকা কিলো
উচ্ছে: 30 টাকা কিলো
বেগুন: 60 টাকা কিলো
পটল: 40 টাকা কিলো
কুঁদরি: 25 টাকা কিলো
গাঁটি কচু: 40 টাকা কিলো
কাঁকরোল: 40 টাকা কিলো
ঝিঙে: 40 টাকা কিলো
ঢ্যাঁড়শ: 40 টাকা কিলো
কুমড়ো: 30-35 টাকা কিলো
আরও পড়ুন:কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থকবেন করা, জানুন ইটিভি ভারত রাশিফলে
লাউ: 30 টাকা কিলো
টমেটো: 40 টাকা কিলো
পেঁপে: 20 টাকা কিলো
চিচিঙ্গে: 40 টাকা কিলো
শসা: 40 টাকা কিলো
মটরশুঁটি: 100 টাকা কিলো
বাঁধাকপি: 30 টাকা কিলো
ফুলকপি: 30 টাকা পিস
বরবটি: 40 টাকা কিলো
ধনেপাতা: 10 টাকা আঁটি