কলকাতা, 14 সেপ্টেম্বর:সকাল হলেই বাজার নিয়ে চিন্তা শুরু মধ্যবিত্তের (Market Price in Kolkata) ৷ কী কিনবেন আর কী কিনবেন না ৷ মাছ না মাংস, নাকি শুধুই সবজি ৷ আবার পকেটের দিকেও খেয়াল রাখতে হয় ৷ আজকের বাজারে সবজির দরে বিশেষ ওঠানামা নেই । মাছের দামে হেরফের হয়েছে । মাংসের দাম বিশেষ একটা বদল হয়নি ৷ আরও খুঁটিনাটি রইল একনজরে (Today Market Price) ...
কাঁচা সবজি:
জ্যোতি আলু: 28 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 35-38 টাকা কিলো
আদা: 100 টাকা কিলো
রসুন: 80 টাকা কিলো
পেঁয়াজ: 25 টাকা কিলো
উচ্ছে: 30 টাকা কিলো
বেগুন: 40-45 টাকা কিলো
পটল: 30 টাকা কিলো
কুঁদরি: 20 টাকা কিলো
গাঁটি কচু: 40 টাকা কিলো
কাঁকরোল: 35 টাকা কিলো
ঝিঙে: 40 টাকা কিলো
ঢ্যাঁড়শ: 40 টাকা কিলো
কুমড়ো: 35 টাকা কিলো
লাউ: 40 টাকা কিলো
টমেটো: 50 টাকা কিলো
পেঁপে: 20 টাকা কিলো
চিচিঙ্গে: 40 টাকা কিলো
শসা: 40 টাকা কিলো
মটরশুঁটি: 100 টাকা কিলো
বাঁধাকপি: 30-35 টাকা কিলো
ফুলকপি: 30 টাকা পিস
বরবটি: 45 টাকা কিলো
ধনেপাতা: 10 টাকা আঁটি
পুঁই শাক: 8 টাকা আঁটি
লাল শাক: 5 টাকা আঁটি
পাটশাক: 5 টাকা আঁটি
কাঁচালঙ্কা: 100 টাকা কিলো
পাতিলেবু: 2-3 টাকা পিস
Market Price in Kolkata: বাজার যাওয়ার আগে দেখে নিন সবজি থেকে ডিম, মাছ, মাংসের দাম - বাজারে সবজির দরে বিশেষ ওঠানামা নেই
বাজারে সবজির দরে বিশেষ ওঠানামা নেই। মাছের দামে হেরফের হয়েছে। মাংসের দাম বিশেষ একটা বদল হয়নি (Market Price of Vegetables Fish and Meat in kolkata)। বাজার করতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর (Market Price in Kolkata) ৷
মাছ:
রুই: প্রতি কিলো 130-200 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 150-220 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 220-330 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 260-420 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 300-500 টাকা
ইলিশ: (550-1000 গ্রাম) 350-1200 টাকা কিলো
তেলাপিয়া: প্রতি কিলো 110-160 টাকা
ভোলা: প্রতি কিলো 170-250 টাকা
ট্যাংরা: 220-300 টাকা কিলো
মৌরোলা: 240-280 টাকা কিলো
পাবদা: 350-400 টাকা
পার্শে: 250-300 টাকা
গলদা চিংড়ি: প্রতি কিলো 400-500 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 500-600 টাকা
আরও পড়ুন: কী বলছে আজকের বাজার দর ? রইল বিস্তারিত তথ্য
মাংস:
মুরগি: প্রতি কিলো 160 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 220 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 760 টাকা
ডিম:
পোল্ট্রি: 11 টাকা জোড়া
দেশি মুরগি: 20 টাকা জোড়া
হাঁস: 18 টাকা জোড়া