কলকাতা, 16 অক্টোবর: দুর্গাপুজো কেটে গিয়ে এবার কালীপুজোর সময় এগিয়ে আসছে ৷ দুর্গাপুজো মিটলেও বাজারে শাক-সবজি, মাছ-মাংস-ডিমের দাম তেমন একটা বদলায়নি ৷ বাজারে যাওয়ার আগে দেখে নিন কলকাতায় আজকের বাজারদর ৷
কাঁচা সবজি
জ্যোতি আলু: 30 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 45 টাকা কিলো
আদা: প্রতি কিলো 120 টাকা
পেঁয়াজ: প্রতি কিলো 30 টাকা
উচ্ছে: প্রতি কিলো 30 টাকা
বেগুন: 80 টাকা কিলো
পটল: প্রতি কিলো 40 টাকা
কুঁদরি: প্রতি কিলো 20 টাকা
গাঁটি কচু: 20 টাকা কিলো
কাঁকরোল: 30 টাকা কিলো
ঝিঙে: 60 টাকা কিলো
ঢ্যাঁড়শ: প্রতি কিলো 50 টাকা
কুমড়ো: প্রতি কিলো 40 টাকা
লাউ: প্রতি কিলো 30 টাকা
টমেটো: প্রতি কিলো 80 টাকা
পেঁপে: 30 টাকা কিলো
চিচিঙ্গে: 25 টাকা প্রতি কিলো
শসা: 40 টাকা প্রতি কিলো
মটরশুঁটি: 80 টাকা কিলো
এঁচোড়: 30 টাকা কিলো
শিম: প্রতি কিলো 150 টাকা
বাঁধাকপি: 50 টাকা কিলো
ফুলকপি: 40 টাকা পিস
বরবটি: 60 টাকা কিলো
ধনেপাতা: 5 টাকা আঁটি
পুঁই শাক: 10 টাকা আঁটি
লাল শাক: 10 টাকা আঁটি
পাটশাক: 10 টাকা আঁটি
পালং শাক: 60 টাকা কিলো
কাঁচালঙ্কা: প্রতি কিলো 120 টাকা
পাতিলেবু: 3-5 টাকা পিস
আরও পড়ুন: বিমান সেবিকার চাকরির টোপ! গ্রেফতার 'প্ৰতারক' সংস্থার মালিক