পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টালমাটাল অর্থনীতি থেকে শিল্প-বাণিজ্য জগতে নক্ষত্র পতন, ফিরে দেখা 2023 - একনজরে ফিরে দেখা

Business and Financial Incident of 2023: শেষ 2023 ৷ বাণিজ্য ক্ষেত্রে কতটা এগলো দেশ ৷ এই বছরই প্রয়াত হয়েছেন সাহারার কর্ণধার সুব্রত রায় ৷ আবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে পদত্যাগ করলেন নীতা আম্বানি ৷ একনজরে ফিরে দেখা যাক বছর শেষে দেশের অর্থনীতি থেকে বাণিজ্য়ের খবর ৷

Business and Financial Incident of 202
ফিরে দেখা 2023

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 8:39 PM IST

1. নতুন বছরে মুদ্রাস্ফীতি নামবে, কমবে খরচ রিপোর্ট আমেরিকার মার্কিন শীর্ষ ব্যাংকের

Inflation forecast for 2024: বছরের শেষে আশার আলো দেখালো আমেরিকার শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভ ৷ নতুন বছরে কমবে মুদ্রাস্ফীতি ৷ চলতি বছরের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি সম্পর্কিত একটি রিপোর্টের প্রকাশ করা হয়েছে এই ব্যংকের পক্ষ থেকে ৷ সেখানেই উল্লেখ করা হয়েছে 2024 সালে মুদ্রাস্ফীতি 2.4 শতাংশে নেমে আসবে ৷ এই মুদ্রাস্ফীতি কমার ফলে 2025 সালে আমজনতার ব্যাক্তিগত খরচ অনেকটাই কমে যাবে ৷ এক ধাক্কায় জীবন ধরাণের খরচ 2.2 শতাংশ কমে যাবে ৷

2. বিশ্ব-আর্থিক বৃদ্ধি হ্রাসের পূর্বাভাস আইএমএফের

International Monetary Fund: বিশ্ব জুড়ে আর্থিক বৃদ্ধির হ্রাসের পূর্বাভাস দিল বিশ্ব ব্যাংক ৷ বিশ্ব ব্যাংক প্রকাশিত এক তথ্যে জানানো হয়েছে, চলতি বছরে আর্থিক বৃদ্ধি 3 শতাংশ কমবে ৷ আগামী বছর অর্থাৎ 2024 সালে এই বৃদ্ধি 2.9 শতাংশ কমবে ৷ আইএমএফের রিপোর্টে জানানো হয়েছে বিশ্ব ব্যাংকের এই পূর্বাভাস কয়কে দশকের মধ্যে বৃ্দ্ধির হারে প্রতিফলিত হয়েছে ৷ তবে বিশ্ব অর্থনীতি একাধিক ধাক্কা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ৷

3. বিশ্ববাংলা বাণিজ্য সন্মেলনে 3 লক্ষ 76 হাজার 288 কোটি বিনিয়োগের প্রস্তাব

BGBS 2023:এই বছর বিশ্ববাংলা বাণিজ্য সন্মেলনে 3 লক্ষ 76 হাজার 288 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি 1088টি চুক্তিও সাক্ষরিত হয়েছে এই বাণিজ্য সন্মেলনে ৷ রাজ্যে বায়ো এনার্জিত ও শিল্প ক্ষেত্রে রাজ্যে 20,000 কোটি টাকা বিনোয়োগ করা কথা ঘোষণা করেছেন মুকেশ আম্বানি ৷

4. মধ্যবিত্তের চাপ কমাতে এইবছর রেপো রেট অপরিবর্তিত রেখেছে শীর্ষ ব্যাংক

RBI's Monetary Policy: মুদ্রাস্ফীতিতে রাশ টানতে চলতি বছরে ডিসেম্বরে প্রকাশিত রিপোর্টে রেপো রেট অপরিবর্তিত রাখল দেশের শীর্ষ ব্যাংক ৷ আগে থেকেই রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল জিডিপি 6.5 শতাংশ হতে পারে ৷ চলতি মাসের রিজার্ভ ব্যাংক প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, অভ্যন্তরীন চাহিদা ও উৎপাদন ক্ষেত্রের দিকে নজর দিয়ে মনে করা হচ্ছে চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার 7 শতাংশ হবে ৷ এই পরিস্থিতিতে রাশ টানতে সুদের হার অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক ৷

5. মিডিয়ায় বাড়ল আদানি গোষ্ঠীর ব্যবসার পরিসর

Adani Acquires IANSs Stake: চুক্তির অংক প্রকাশ্যে আনা না-হলেও এক বিবৃতিতে আইএএনএসের শেয়ার কিনে নেওয়ার বিষয়টি জানালো আদানি গোষ্ঠী ৷ সংশ্লিষ্ট বিবৃতিতে জানানো হয়েছে, এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড আইএএনএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের 50.50 শতাংশ শেয়ার কিনে নিয়েছে ৷ এর আগেই এনডিটিভি-র প্রোমোটর গ্রুপ আরআরপিআরএইচ-এর 29.18 শতাংশ অংশীদ্বারিত্ব কিনে নিয়েছেন শিল্পপতি গৌতম আদানি ৷

6 . আদানি-হিডেনবার্গ ইস্যু

Adani Vs Hindenburg Cat Fight:হিন্ডেনবার্গ রিসার্চ হল একটি আমেরিকান শর্ট সেলার ফার্ম (যারা বিভিন্ন সংস্থায় তদন্ত করে)। 2023 সালের 24 জানুয়ারি সংস্থাটি আদানি গ্রুপকে নিশানা করে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। এই রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে 88টি প্রশ্ন তোলা হয়েছিল। যার মধ্যে আদানি গ্রুপের বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন এবং ঋণ সম্পর্কিত প্রশ্নও ছিল। তদন্তমূলক শর্ট সেলার সংস্থার প্রকাশিত রিপোর্ট সামনে আসার পরেই ধস নামে আদানি গ্রুপের শেয়ারগুলোতে। পরবর্তী 2 মাসে আদানি গ্রুপের শেয়ারে ক্রমাগত পতন ঘটে। সেবি তদন্তভার পায় ৷ তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্ট জমা দেয় সেবি ৷ এরপরই গৌতম আদানির সম্পত্তি প্রায় 60 বিলিয়ন ডলার কমে গিয়েছিল।

7. সরলেন নীতা আম্বানি, রিলায়েন্সের বোর্ডে মুকেশের তিন পুত্র-কন্যা

Nita Ambani:মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে পদত্যাগ করলেন নীতা আম্বানি ৷ চলতি বছরের অগস্ট মাসের রিলায়েন্সের বোর্ড অফ ডিরেক্টর্সে ইস্তফা দিয়েছেন নীতা আম্বানি ৷ তবে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন পদে থাকছেন তিনি ৷ সংস্থার বোর্ডে যোগ দিতে চলেছেন মুকেশ ও নীতা আম্বানির তিন পুত্র-কন্যা ইশা আম্বানি, আকাশ আম্বানি ও অনন্ত আম্বানি ৷ তবে বোর্ড থেকে সরে গেলেও সংস্থার যেকোনও বৈঠকে যোগ দিতে পারবেন নীতা আম্বানি ৷

8. 2023 -এ দেশের 72 হাজার কোটি টাকার ব্যবসা করল আমুল

Amul Business: রেকর্ড পরিমাণ ব্যবসা করল আমুল ৷ সংস্থা প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে চলতি বছরে 72 হাজার কোটি টাকার ব্যবসা করেছে এই সংস্থাটি ৷ 1973 সালে মাত্র 6জনে মিলে এই সংস্থা তাদের ব্যবসা শুরু করেছিল ৷ সেই সময়েই সংস্থার টার্নওভার ছিল 121 ইউনিট ৷ বর্তমানে বিশ্বের অষ্টম বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা আমুল ৷ 50টিরও বেশি দেশে ব্যবসা করে এই সংস্থা ৷

9. ভারতে আইফোন বানাবে টাটা গোষ্ঠী

Tata to make iPhones in India: এ বার ভারতে আইফোন বানাতে চলেছে টাটা গোষ্ঠী ৷ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এ দিন এ কথা জানিয়েছেন ৷ অ্যাপেলের চুক্তিভিত্তিক প্রস্তুতকারক সংস্থা তাইওয়ানের উইস্ট্রন কর্পোরেশন বোর্ড 125 মিলিয়ন ডলারের বিনিময়ে (ভারতীয় মুদ্রায় 1 হাজার 40 কোটির কিছু বেশি) টাটা গ্রুপের কাছে তাদের ভারতীয় ইউনিট বিক্রির অনুমোদন দিয়েছে ৷ চলতি বছরের অক্টোবরে সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করেছন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৷

10. 3 বৃহৎ ব্যবসায়ীর মৃত্যু

Three Renowned Businessman Died:চলতি বছরে ব্যবসায়ী জগতে পতন হয় 3 নক্ষত্রের ৷ এই বছরের 12 এপ্রিল মাসেই 90 বছর বয়সে বার্ধক্য জনিত রোগ ভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান কেশব মাহিন্দ্রার ৷ দীর্ঘ ক্যানসারে ভোগার পর 75 বছর বয়সে চলতি বছরের 14 নভেম্বর অম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহার ইন্ডিয়ার চেয়ারম্যান সুব্রত রায় ৷ একই দিনে দিল্লিতে প্রখ্যাত হোটেল ব্যাবসায়ী ওবেরয় গ্রান্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান পৃথ্বীরাজ সিং ওবেরয় প্রয়াত হন ৷

ABOUT THE AUTHOR

...view details