পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

T S Sivagnanam: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম

টিএস শিবজ্ঞানম বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ৷ এতদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ গত 1 মে তাঁকে প্রধান বিচারপতি করার খবর আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছিল ৷

T S Sivagnanam
T S Sivagnanam

By

Published : May 11, 2023, 1:31 PM IST

Updated : May 11, 2023, 10:13 PM IST

কলকাতা, 11 মে: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম । গত 1 মে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হন তিনি ৷ বিচারপতি শিবজ্ঞানমের নাম চূড়ান্ত করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর থেকেই বিচারপতি শিবজ্ঞানম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ।

গত ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি টিএস শিবজ্ঞানমের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম । তারপর 30 মার্চ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণের পর সেই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পান টিএস শিবজ্ঞানম । 1 মে আইন মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত করা হচ্ছে । কিন্তু এতদিন পর্যন্ত তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান নানা কারণে সম্পন্ন হয়নি । যা বৃহস্পতিবার সম্পন্ন হল ৷

টিএস শিবজ্ঞানমের শপথগ্রহণে মমতা

1986 সালে বিচারপতি শিবজ্ঞানাম মাদ্রাজ বার অ্যাসোসিয়েশনে নাম নথিভুক্ত করে আইনজীবী হিসাবে প্র‍্যাক্টিস শুরু করেন । 2009 সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন । 2021 সালে সেখানকার স্থায়ী বিচারপতি হন । 2021 সালেই তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয় । টিএস শিবজ্ঞানম 2021 সালের 25 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন । বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন ৷ আজ তিনি স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ৷

হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম

এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একাধিক বিচারপতি, পুলিশ ও প্রশাসনের কর্তারা ৷

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণের বক্তৃতায় তিনি উল্লেখ করলেন, "এই রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি, সংস্কৃতিতে সমৃদ্ধ এই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করে গর্ব অনুভব করছি । আশাকরি কলকাতা হাইকোর্ট বারের সহযোগিতা পাব । আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতি যেন সুবিচার করতে পারি ।"

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম

আরও পড়ুন:কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম

Last Updated : May 11, 2023, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details