কলকাতা, 11 মে: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম । গত 1 মে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হন তিনি ৷ বিচারপতি শিবজ্ঞানমের নাম চূড়ান্ত করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর থেকেই বিচারপতি শিবজ্ঞানম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ।
গত ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি টিএস শিবজ্ঞানমের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম । তারপর 30 মার্চ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণের পর সেই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পান টিএস শিবজ্ঞানম । 1 মে আইন মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত করা হচ্ছে । কিন্তু এতদিন পর্যন্ত তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান নানা কারণে সম্পন্ন হয়নি । যা বৃহস্পতিবার সম্পন্ন হল ৷
1986 সালে বিচারপতি শিবজ্ঞানাম মাদ্রাজ বার অ্যাসোসিয়েশনে নাম নথিভুক্ত করে আইনজীবী হিসাবে প্র্যাক্টিস শুরু করেন । 2009 সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন । 2021 সালে সেখানকার স্থায়ী বিচারপতি হন । 2021 সালেই তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয় । টিএস শিবজ্ঞানম 2021 সালের 25 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন । বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন ৷ আজ তিনি স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ৷