পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ টি বি এন রাধাকৃষ্ণনের - undefined

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টি বি এন রাধাকৃষ্ণন। এর আগে তিনি ছত্তিশগড় হাইকোর্টে প্রধান বিচারপতি পদে কর্মরত ছিলেন।

টি বি এন রাধাকৃষ্ণন

By

Published : Apr 4, 2019, 11:36 PM IST

কলকাতা 4 এপ্রিল : আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টি বি এন রাধাকৃষ্ণন। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী শপথবাক্য পাঠ করান তাঁকে। এর আগে তিনি তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। সেখান থেকে বদলি করে তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব দেয় সুপ্রিম কোর্টের কলেজিয়াম। রাষ্ট্রপতি 6 এপ্রিলের মধ্যে তাঁকে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।

টি বি এন রাধাকৃষ্ণন

10 জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এ কে সিক্রি, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা ও বিচারপতি অরুণ মিশ্রের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের কাজ ত্বরান্বিত করার লক্ষ্যেই তাঁর নাম সুপারিশ করে। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে সেই সুপারিশ পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়। কলেজিয়াম জানায়, সমস্ত দিক খতিয়ে দেখেই তাঁর নাম সুপারিশ করা হয়েছিল। এবিষয়ে নতুন করে কিছু বলার নেই। এরপর তাঁর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার দিনগোনা শুরু হয়ে যায়। 23 মার্চ কেন্দ্রীয় সরকার এক গেজেট বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শের ভিত্তিতেই বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণনকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ কলকাতা হাইকোর্টে শপথবাক্য পাঠের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পেরে আমি গর্বিত। এই রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ হতে পেরে আমি গর্ব অনুভব করছি। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। আশা করি এ ব্যাপারে কলকাতা হাইকোর্ট বারের সহযোগিতা পাব।"

2018 সালের জুলাইয়ে বিচারপতি রাধাকৃষ্ণন সংযুক্ত হায়দরাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন। পরে তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ভাগ হয়ে যাওয়ায় তিনি তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি ছত্তিশগড় হাইকোর্টেও প্রধান বিচারপতি পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, 2018 সালের ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি দেবাশিস করগুপ্ত। তারপর থেকে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার সামলাচ্ছিলেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details