কলকাতা 4 এপ্রিল : আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টি বি এন রাধাকৃষ্ণন। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী শপথবাক্য পাঠ করান তাঁকে। এর আগে তিনি তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। সেখান থেকে বদলি করে তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব দেয় সুপ্রিম কোর্টের কলেজিয়াম। রাষ্ট্রপতি 6 এপ্রিলের মধ্যে তাঁকে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।
10 জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এ কে সিক্রি, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা ও বিচারপতি অরুণ মিশ্রের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের কাজ ত্বরান্বিত করার লক্ষ্যেই তাঁর নাম সুপারিশ করে। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে সেই সুপারিশ পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়। কলেজিয়াম জানায়, সমস্ত দিক খতিয়ে দেখেই তাঁর নাম সুপারিশ করা হয়েছিল। এবিষয়ে নতুন করে কিছু বলার নেই। এরপর তাঁর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার দিনগোনা শুরু হয়ে যায়। 23 মার্চ কেন্দ্রীয় সরকার এক গেজেট বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শের ভিত্তিতেই বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণনকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন।