পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Syllabus : কমতে পারে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাস

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর এবার কমতে পারে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাস ৷ এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদকে প্রস্তাব পাঠাল সিলেবাস কমিটি ৷

Syllabus
Syllabus

By

Published : Sep 7, 2021, 8:54 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : করোনাকালে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ নেওয়া হচ্ছে না পরীক্ষাও ৷ তাই সেই বিষয়টি মাথায় রেখে সম্প্রতি কাটছাঁট করা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস । এবার সেই পথে হেঁটেই প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সিলেবাস কমানোর প্রস্তাব করল সিলেবাস কমিটি ।

মঙ্গলবার সিলেবাস কমিটির পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সিলেবাস কম করার প্রস্তাব পাঠানো হয়েছে । মধ্যশিক্ষা পর্ষদ সবুজ সংকেত দিলেই কমানো হতে পারে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাস । কমিটির তরফে 30-35 শতাংশ সিলেবাস কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে ।

এই বিষয়ে শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, এমনভাবেই সিলেবাসটি কাটছাঁট করার প্রস্তাব করা হয়েছে যাতে তা বিজ্ঞানসম্মত হয় । অর্থাৎ, এমন বিষয় বাদ দেওয়া হবে যাতে পরের ক্লাসে গিয়ে সেই বিষয়টি পড়ানো হয়নি বলে পড়ুয়াদের কোনওরকম সমস্যায় না পড়তে হয় । এই সব বিষয় মাথায় রেখে বিজ্ঞানভিত্তিক একটি সিলেবাসের প্রস্তাব দেওয়া হয়েছে ।

আরও পড়ুন :মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস কমছে 30-35 শতাংশ, জানালেন শিক্ষামন্ত্রী

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই 2022 সালে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস । নির্দেশিকা অনুসারে প্রতিটি বিষয়েই 30 থেকে 35 শতাংশ সিলেবাস বাদ দেওয়া হচ্ছে ।

করোনার জেরে এই বছর বাতিল হয়েছে সব পরীক্ষা । আগামী বছরেও পরীক্ষার ভবিষ্যৎ কী হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা ৷ তাই পরিস্থিতির গভীরতা বিচার করে সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখন কেবল মধ্যশিক্ষা পর্ষদের সিলমোহরের অপেক্ষা ৷

আরও পড়ুন :Madhyamik 2022 : কমল আগামী বছরের মাধ্যমিকের সিলেবাস

ABOUT THE AUTHOR

...view details