পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar on West Bengal Day: ' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ সৃষ্টি হত না,' মত সুকান্তর - Mamata Banerjee

Shyamaprasad Mukharjee Reasons Behind Existence West Bengal Say Sukanta Majumdar: পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে শ্যামাপ্রসাদের অবদান অস্বীকার করতে পারবেন না মুখ্যমন্ত্রী ৷ এ দিন উত্তর কলকাতায় বিজেপির একটি কর্মসূচি থেকে এই কথা বলে সুকান্ত মজুমদার ৷ তাঁর মতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণেই আজ পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের অংশ হয়েছে ৷

Sukanta Majumdar on West Bengal Day ETV BHARAT
Sukanta Majumdar on West Bengal Day

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 4:28 PM IST

পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে শ্যামাপ্রসাদের অবদান অনস্বীকার্য বলে দাবি সুকান্ত মজুমদারের

কলকাতা, 25 অগস্ট: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকের পশ্চিমবঙ্গ রাজ্যটাই থাকত না ৷ আর সেটা অস্বীকার করতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব নিয়ে নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক প্রসঙ্গে এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর মতে, যেদিন পশ্চিমবঙ্গ আইনসভা তৈরির প্রস্তাব পাশ হয়েছিল, অর্থাৎ, 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত ৷

রাজ্য বিজেপি সভাপতি উত্তর কলকাতায় জন-সম্পর্ক অভিযানে যান ৷ সেখান থেকেই রাজ্য সরকারের 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাবের বিরোধিতা করেন তিনি ৷ তাঁর মতে, একমাত্র 20 জুন অর্থাৎ, সংসদে পশ্চিমবঙ্গ আইনসভা গঠনের প্রস্তাব পাশের দিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা উচিত ৷ সুকান্ত মজুমদার তাঁর যুক্তির স্বপক্ষে বলেন, ‘‘15 অগস্ট ভারত স্বাধীন হয়েছিল ৷ কিন্তু, তখনও পর্যন্ত মুর্শিদাবাদ-সহ অনেক অঞ্চল স্বাধীন ভারতের অংশ ছিল না ৷ সেগুল 18 অগস্ট ভারতের সঙ্গে যুক্ত করা হয় ৷’’

সুকান্তর মতে, তার পরেও ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অংশ ছিল না পশ্চিমবঙ্গ ৷ সেটা একমাত্র হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণেই ৷ তিনি না থাকলে বর্তমান এই রাজ্য তৈরি হত না ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সত্যটা অস্বীকার করতে পারবেন না বলে দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি ৷

রাজ্য সরকার কিছুদিন আগেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের জন্য বাংলা ক্যালেন্ডারের 1 বৈশাখের দিনটিকে প্রস্তাব করেছে ৷ এ নিয়ে আগামী 29 অগস্ট নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য সরকার ৷ সেই বৈঠকে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একটি কমিটি তৈরি করেছিলেন ৷ ইতিহাসবিদ এবং অন্যান্য বিশিষ্টদের নিয়ে তৈরি কমিটি পয়লা বৈশাখের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রস্তাব করে ৷ এর পরেই মুখ্যমন্ত্রী এ নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকেন ৷

আরও পড়ুন:29 অগস্ট নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

তবে, এর পিছনেও একটি কারণ রয়েছে ৷ গত 20 জুন কেন্দ্রীয় নির্দেশে রাজভবনে ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় ৷ কিন্তু, সেই অনুষ্ঠানে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, ওই দিনটি কখনই আনন্দের হতে পারে না ৷ ওইদিন দুই বাংলা সরকারিভাবে আলাদা হয়ে গিয়েছিল ৷ তাই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে আপত্তি জানায় রাজ্য সরকার ৷ এর পরেই পশ্চিমবঙ্গ দিবস দিন নির্ধারণের কাজে নামে রাজ্য সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details