কলকাতা, 25 অগস্ট: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকের পশ্চিমবঙ্গ রাজ্যটাই থাকত না ৷ আর সেটা অস্বীকার করতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব নিয়ে নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক প্রসঙ্গে এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর মতে, যেদিন পশ্চিমবঙ্গ আইনসভা তৈরির প্রস্তাব পাশ হয়েছিল, অর্থাৎ, 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত ৷
রাজ্য বিজেপি সভাপতি উত্তর কলকাতায় জন-সম্পর্ক অভিযানে যান ৷ সেখান থেকেই রাজ্য সরকারের 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাবের বিরোধিতা করেন তিনি ৷ তাঁর মতে, একমাত্র 20 জুন অর্থাৎ, সংসদে পশ্চিমবঙ্গ আইনসভা গঠনের প্রস্তাব পাশের দিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা উচিত ৷ সুকান্ত মজুমদার তাঁর যুক্তির স্বপক্ষে বলেন, ‘‘15 অগস্ট ভারত স্বাধীন হয়েছিল ৷ কিন্তু, তখনও পর্যন্ত মুর্শিদাবাদ-সহ অনেক অঞ্চল স্বাধীন ভারতের অংশ ছিল না ৷ সেগুল 18 অগস্ট ভারতের সঙ্গে যুক্ত করা হয় ৷’’
সুকান্তর মতে, তার পরেও ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অংশ ছিল না পশ্চিমবঙ্গ ৷ সেটা একমাত্র হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণেই ৷ তিনি না থাকলে বর্তমান এই রাজ্য তৈরি হত না ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সত্যটা অস্বীকার করতে পারবেন না বলে দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি ৷