কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম স্নেহলতা দাস (৮৫)। সল্টলেকের বেসরকারি এক হাসপাতালে মারা যান তিনি। হাসপাতাল সূত্রে খবর, কসবার বাসিন্দা স্নেহলতাদেবী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। পরে তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়ে।
কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডের SBI হাউজ়িং কমপ্লেক্সের বাসিন্দা স্নেহলতাদেবীর চিকিৎসা চলছিল ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে। গত ৬ ফেব্রুয়ারি তাঁকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্নেহলতাদেবীর মেয়ে চন্দনা দাস জানিয়েছেন, ওই দিন থেকেই তাঁর মায়ের চিকিৎসা শুরু হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ধরা পড়ে সোয়াইন ফ্লু।