পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্কের মধ্যে সোয়াইন-ফ্লু এর প্রকোপ কলকাতায়

মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কাজ হচ্ছে । সোয়াইন-ফ্লু নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি । যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন তাঁরা সকলে কলকাতার বাসিন্দা নন । অনেকেই বাইরে থেকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি হয়েছে । জানালেন মেয়র ৷

KMC
KMC

By

Published : Mar 14, 2020, 7:41 PM IST

Updated : Mar 14, 2020, 8:00 PM IST

কলকাতা, 14 মার্চ : কোরোনা আতঙ্কের মধ্যে ফের নতুন করে দেখা দিল সোয়াইন-ফ্লু এর প্রকোপ । এই মুহূর্তে কলকাতায় সোয়াইন-ফ্লুতে আক্রান্তের সংখ্যা প্রায় 12 ৷ শহরের বিভিন্ন হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা । আজ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, "সোয়াইন-ফ্লু'তে আক্রন্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । তবে সোয়াইন-ফ্লু নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নেই বলেও আশ্বাস দিয়েছেন মেয়র ।"

ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রী আগেই সোয়াইন-ফ্লু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কাজ হচ্ছে । সোয়াইন-ফ্লু নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি । যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন তাঁরা সকলে কলকাতার বাসিন্দা নন । অনেকেই বাইরে থেকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি হয়েছে ।"

সোয়াইন-ফ্লু এর প্রকোপ কলকাতায়

তিনি আরও জানান, "কলকাতার যেসব জায়গায় শূকর আছে সেসব জায়গা থেকে প্রাণীগুলি সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে । গঙ্গার ধারগুলি পরিষ্কারের কাজ করা হচ্ছে ৷ আবর্জনা স্তুপ পরিষ্কার করার কাজ চলছে ।" সেই সঙ্গে পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সোয়াইন-ফ্লু সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে বলেও জানান মেয়র ।

Last Updated : Mar 14, 2020, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details