পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে যোগ দিচ্ছেন শুভ্রাংশু, সঙ্গে একাধিক বিধায়ক ও কাউন্সিলর - bjp

একাধিক কাউন্সিলর ও বিধায়ক নিয়ে BJP-তে যোগ মুকুল পুত্রের

adasd

By

Published : May 28, 2019, 3:25 PM IST

Updated : May 28, 2019, 4:18 PM IST

কলকাতা, 28 মে : আজ BJP-তে যোগ দেবেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় । তাঁর সঙ্গে যোগ দেবেন আরও পাঁচ বিধায়ক ও কাউন্সিলর । BJP সূত্রে এখবর জানা গেছে ।

BJP সূত্রে খবর, কৈলাস বিজয়বর্গীয় ও একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে যোগ দেবেন তিনি । তাঁর সঙ্গে থাকবেন আরও পাঁচ বিধায়ক । যেই তালিকায় আছেন হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ও । এছাড়া কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি ও ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর ও চেয়ারম্যান মিলিয়ে মোট 45 জন যোগ দেবেন ।

24 মে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলকে আক্রমণ করেন বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় । এরপর সাংবাদিক বৈঠক করে শুভ্রাংশুকে তৃণমূল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড কথা ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায় । এরপর গতকাল মুকুল রায়ের সঙ্গে দিল্লি যান শুভ্রাংশু । এরপরই তাঁর BJP-তে যোগদান নিয়ে জল্পনা ছড়ায় ।

Last Updated : May 28, 2019, 4:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details