পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড সামগ্রী কেনার কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনুক রাজ্য, দাবি শুভেন্দুর - তৃণমূল

গত বছর করোনা পরিস্থিতিতে চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে পুরো বিষয়টা দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল রাজ্য সরকার ৷ সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

By

Published : Jun 27, 2021, 11:27 AM IST

কলকাতা, 27 জুন : চাল চোর, ভ্যাকসিন চুরির অভিযোগ থেকে শুরু করে ভুয়ো টিকাকরণ ৷ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷ সম্প্রতি ভুয়ো টিকাকরণ কাণ্ডে রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ করছেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় কোনও তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার আবেদন জানিয়ে গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) হর্ষ বর্ধনকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ এবার করোনার সামগ্রী কেনার বিষয়ে গতবছর রাজ্য সরকারের তরফে যে কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট লুকিয়ে রাখার অভিযোগ তুললেন তিনি ৷

গতকাল একটি টুইট করেন শুভেন্দু ৷ লেখেন, "2 হাজার কোটি টাকার করোনার সামগ্রী কেনার বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট সামনে আনতে হবে রাজ্য সরকারকে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে প্রশ্ন তোলেন, কেন এই রিপোর্ট লুকিয়ে রাখা হচ্ছে ?

আরও পড়ুন, আরএসএস-এর আদর্শে অনুপ্রাণিত হতে শুভেন্দু-সৌমিত্র-অর্জুনদের বিশেষ পাঠ

গত বছর করোনা পরিস্থিতিতে চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে পুরো বিষয়টা দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল রাজ্য সরকার ৷ আর এই প্যানেলের নেতৃত্বে ছিলেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু টুইটে লেখেন, "বর্তমানে মুখ্য উপদেষ্টা ও তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় সেইসময় ওই কমিটির নেতৃত্বে ছিলেন ৷ অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে ওই রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে ৷ "

আরও পড়ুন,Fake vaccine kolkata : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত চেয়ে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর টুইটের জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "করোনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর লড়াইকে নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন শুভেন্দু ৷ জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে ৷ সারদা ও নারদ কাণ্ডে জড়িয়ে সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য যিনি বিজেপিতে গিয়েছেন, তাঁর কথা বলাই উচিত নয় ৷ "

ABOUT THE AUTHOR

...view details