কলকাতা, 27 জুন : চাল চোর, ভ্যাকসিন চুরির অভিযোগ থেকে শুরু করে ভুয়ো টিকাকরণ ৷ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷ সম্প্রতি ভুয়ো টিকাকরণ কাণ্ডে রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ করছেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় কোনও তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার আবেদন জানিয়ে গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) হর্ষ বর্ধনকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ এবার করোনার সামগ্রী কেনার বিষয়ে গতবছর রাজ্য সরকারের তরফে যে কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট লুকিয়ে রাখার অভিযোগ তুললেন তিনি ৷
গতকাল একটি টুইট করেন শুভেন্দু ৷ লেখেন, "2 হাজার কোটি টাকার করোনার সামগ্রী কেনার বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট সামনে আনতে হবে রাজ্য সরকারকে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে প্রশ্ন তোলেন, কেন এই রিপোর্ট লুকিয়ে রাখা হচ্ছে ?
আরও পড়ুন, আরএসএস-এর আদর্শে অনুপ্রাণিত হতে শুভেন্দু-সৌমিত্র-অর্জুনদের বিশেষ পাঠ