কলকাতা, 22 এপ্রিল:বাংলার আমলাদের বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari's letter to PM Modi)। তিনি চিঠিতে লিখেছেন বাংলায় নিযুক্ত আইএএস অফিসাররা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস রুল 1954, অল ইন্ডিয়া সার্ভিস (কনডাক্ট) রুল 1968 ও 1989-এর নিয়ম ভাঙছেন । উদাহরণস্বরূপ উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ করা হয়েছে সেই চিঠিতে (complaint against the bureaucrats of Bengal)।
শুভেন্দুর অভিযোগ, ভুল করে নয় ইচ্ছাকৃত ভাবে এই কাজ করা হয়েছে (Suvendu's letter to Modi)৷ যেমন - স্বচ্ছ ভারত অভিযানের নাম বদলে করা হয়েছে মিশন নির্মল বাংলা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা বদলে করা হয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে হয়েছে বাংলা আবাস যোজনা (Suvendu Adhikari's complaint against bureaucrats)। মোদিকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারি আধিকারিক হয়ে শাসক দলের কর্মীর মতো কাজ করছেন আইএএস অফিসাররা ।