পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu's letter to Modi: বাংলার আমলাদের বিরুদ্ধে নালিশ করে মোদিকে চিঠি শুভেন্দুর

By

Published : Apr 22, 2022, 9:02 AM IST

বাংলার আমলাদের বিরুদ্ধে নালিশ (complaint against the bureaucrats of Bengal) জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari's letter to PM Modi)।

Suvendu Adhikari's letter to PM Modi complaining against the bureaucrats of Bengal
বাংলার আমলাদের বিরুদ্ধে নালিশ করে মোদিকে চিঠি শুভেন্দুর

কলকাতা, 22 এপ্রিল:বাংলার আমলাদের বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari's letter to PM Modi)। তিনি চিঠিতে লিখেছেন বাংলায় নিযুক্ত আইএএস অফিসাররা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস রুল 1954, অল ইন্ডিয়া সার্ভিস (কনডাক্ট) রুল 1968 ও 1989-এর নিয়ম ভাঙছেন । উদাহরণস্বরূপ উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ করা হয়েছে সেই চিঠিতে (complaint against the bureaucrats of Bengal)।

শুভেন্দুর অভিযোগ, ভুল করে নয় ইচ্ছাকৃত ভাবে এই কাজ করা হয়েছে (Suvendu's letter to Modi)৷ যেমন - স্বচ্ছ ভারত অভিযানের নাম বদলে করা হয়েছে মিশন নির্মল বাংলা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা বদলে করা হয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে হয়েছে বাংলা আবাস যোজনা (Suvendu Adhikari's complaint against bureaucrats)। মোদিকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারি আধিকারিক হয়ে শাসক দলের কর্মীর মতো কাজ করছেন আইএএস অফিসাররা ।

মোদিকে চিঠি শুভেন্দুর
মোদিকে চিঠি শুভেন্দুর

আরও পড়ুন: Sukanta criticises state govt : আদানিকে পাত পেড়ে খাওয়াচ্ছেন মুখ্য়মন্ত্রী, কটাক্ষ সুকান্ত মজুমদারের

অন্যদিকে, দিল্লির জাহাঙ্গিরপুরীতে হওয়া সাম্প্রতিক অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত আনসার শেখের হলদিয়ায় নিয়মিত যাতায়াত রয়েছে বলেও দাবি করেছে বিজেপি ৷ শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘গত বছর 2 মে ও পাথর ছুড়েছে আমার গাড়িতে । মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর পরে হলদিয়ায় সার্টিফিকেট নিতে গেলে যে পাথর ছোড়া হয়েছিল সেটা তো সবাই দেখেছে ।’’ শুভেন্দুর আরও অভিযোগ, ‘‘ওই আনসার আমরা গাড়ি ভাঙচুর করেছিল । সে-ই আবার দিল্লিতে অশান্তি বাঁধানোর মূলচক্রী । তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গ গোটা দেশে গুন্ডা, দাঙ্গাকারী সরবরাহের জায়গা হয়ে উঠেছে । সারা দেশের কাছে বাংলার মাথা হেঁট হয়ে যাচ্ছে এই সব কাজের জন্য ।’’

ABOUT THE AUTHOR

...view details