কলকাতা, 6 মে: রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনে আকছার সফর করলেও মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় কর্মসূচিতে যোগদান করেন কপ্টারেই ৷ তবে পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি-সহ নানা ইস্যুতে দল যখন খানিকটা কোণঠাসা, তখন সম্প্রতি মালদা সফরে মুখ্যমন্ত্রী গেলেন ছক ভেঙে ৷ আরও বেশি করে জনসংযোগের কারণেই হয়তো হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে চড়েই সফর করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা অন্তত তেমনটাই ৷ মালদায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মসূচির সেরে শুক্রবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরেও এসেছেন ট্রেনে চেপেই ৷ তবে মুখ্যমন্ত্রীর সেই সফর ঘিরেই তৈরি হল বিতর্ক ৷ সরাইঘাট এক্সপ্রেসে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফর ঘিরে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী ৷
বিধানসভার বিরোধী দলনেতার দাবি, মালদা যাওয়ার পথে গত বুধবার সরাইঘাট এক্সপ্রেসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর দল ৷ এতে রেলের আইন যেমন চরমভাবে লঙ্ঘিত হয়েছে, তেমনই রেলযাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ বিষয়টিতে রেলমন্ত্রীকে নজর দেওয়ার অনুরোধ করে প্রতিবাদী চিঠি শুভেন্দুর ৷ শনিবার সকালে একটি টুইটে সেই চিঠির প্রতিলিপি এবং কীভাবে মুখ্যমন্ত্রী রেলের আইন ভেঙেছেন, তা সোশাল মিডিয়ায় পুঙ্খানুপুঙ্খ পোস্ট করেছেন বিজেপি বিধায়ক ৷