পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: 'পাবলিক ট্রান্সপোর্টকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন মমতা', রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্যায়

সরাইঘাট এক্সপ্রেসে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফর ঘিরে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী ৷ বিধানসভার বিরোধী দলনেতার দাবি, মালদা যাওয়ার পথে গত বুধবার সরাইঘাট এক্সপ্রেসকে কার্যত হাইজ্যাক করে রাজনৈতিক কাজে লাগিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
রেলমন্ত্রীকে প্রতিবাদী চিঠি শুভেন্দুর

By

Published : May 6, 2023, 12:50 PM IST

Updated : May 6, 2023, 1:25 PM IST

কলকাতা, 6 মে: রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনে আকছার সফর করলেও মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় কর্মসূচিতে যোগদান করেন কপ্টারেই ৷ তবে পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি-সহ নানা ইস্যুতে দল যখন খানিকটা কোণঠাসা, তখন সম্প্রতি মালদা সফরে মুখ্যমন্ত্রী গেলেন ছক ভেঙে ৷ আরও বেশি করে জনসংযোগের কারণেই হয়তো হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে চড়েই সফর করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা অন্তত তেমনটাই ৷ মালদায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মসূচির সেরে শুক্রবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরেও এসেছেন ট্রেনে চেপেই ৷ তবে মুখ্যমন্ত্রীর সেই সফর ঘিরেই তৈরি হল বিতর্ক ৷ সরাইঘাট এক্সপ্রেসে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফর ঘিরে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী ৷

বিধানসভার বিরোধী দলনেতার দাবি, মালদা যাওয়ার পথে গত বুধবার সরাইঘাট এক্সপ্রেসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর দল ৷ এতে রেলের আইন যেমন চরমভাবে লঙ্ঘিত হয়েছে, তেমনই রেলযাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ বিষয়টিতে রেলমন্ত্রীকে নজর দেওয়ার অনুরোধ করে প্রতিবাদী চিঠি শুভেন্দুর ৷ শনিবার সকালে একটি টুইটে সেই চিঠির প্রতিলিপি এবং কীভাবে মুখ্যমন্ত্রী রেলের আইন ভেঙেছেন, তা সোশাল মিডিয়ায় পুঙ্খানুপুঙ্খ পোস্ট করেছেন বিজেপি বিধায়ক ৷

বুধবার সরাইঘাট এক্সপ্রেসে মালদা যাওয়ার পথে বর্ধমান, বোলপুর স্টেশনে ট্রেন থামলে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা নেতৃত্বকে মূল্যবান পরামর্শও প্রদান করেন তৃণমূল সুপ্রিমো ৷ আর তাতেই বরাদ্দ সময়ের তুলনায় স্টেশনগুলিতে ট্রেন দাঁড়িয়ে থাকে অনেক বেশি সময় ৷ চিঠিতে সে কথা জানিয়েছেন শুভেন্দু ৷ চিঠির প্রতিলিপি শেয়ার করে বিরোধী দলনেতা টুইটে লিখেছেন, "3মে, 2023 হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসে যাত্রী পরিষেবায় উদ্দেশ্যপ্রণোদিত বিঘ্ন ঘটা নিয়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি লিখেছি ৷ যেখানে একজন যাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সাঙ্গপাঙ্গরা ট্রেনটিকে কার্যত হাইজ্যাক করে নেন ৷"

শুভেন্দু আরও লেখেন, "...এরপর যাত্রী স্বাচ্ছন্দ্য বিঘ্নিত করে ট্রেনটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ৷ এতে রেলের আইন যেমন ভঙ্গ করা হয় তেমনই ট্রেনটির সূচিতেও বিঘ্ন ঘটে ৷"

আরও পড়ুন:রাজৌরিতে এনকাউন্টারে মৃত দার্জিলিঙের সিদ্ধান্ত ছেত্রী, শোকবার্তা মমতার

Last Updated : May 6, 2023, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details