কলকাতা, 22 মে:প্রধানমন্ত্রী মৎস্য যোজনা নিয়ে রবিবারই রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়ে সোমবার সরাসরি কেন্দ্রীয় মৎস্য, পশুপালন মন্ত্রী পরষোত্তম রুপালাকে চিঠি দিলেন শুভেন্দু ৷ সেই চিঠিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে ছত্রে ছত্রে অভিযোগ করেছেন তিনি ৷ সেইসঙ্গে, রাজ্য সরকার যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিচ্ছে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আর্জি জেনিয়েছেন রাজ্যের বিরেধী দলনেতা ৷
রবিবার বিজেপির কার্যকারিনী অনুষ্ঠান থেকেই মৎস্য যোজনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শুভেন্দু অধিকেরী ৷ তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, কেন্দ্রীয় প্রকল্পের টেকে নিয়ে কেন্দ্রের দেওয়া নাম বদলে রাজ্য সরকার নিজেদের মতো নামকরণ করছে ৷ যার জেরে শুভেন্দু রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছিলেন, প্রয়োজনে কেন্দ্রকে চিঠি লিখে মৎস্য যোজনায় রাজ্যের জন্য বরাদ্দ টাকা বন্ধ করা দেওয়ার আর্জিও জানাবেন তিনি ৷ কথামতোই কাজ করলেন বিরোধী দলনেতা ৷ সোমবারই কেন্দ্রীয় মৎস্য মন্ত্রীকে চিঠি লিখলেন তিনি ৷ শুভেন্দু অধিকারী পরে টুইট করে সেই চিঠির বয়ানও প্রকাশ্যে এনেছেন ৷ চিঠিতে তিনি অভিযোগ করেছেন, রাজ্যের মৎস্য দফতর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার নাম বদল করে দিচ্ছে ৷ রাজ্যের সেই অনৈতিক কাজ এবং নামকরণের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করছেন তিনি ৷ বঙ্গ মৎস্য যোজনা হিসাবে কেন্দ্রের প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু ৷