পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari Pray for Buddhadeb: বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনা বিরোধী দলনেতার, হাসপাতালে ভিড় না-করার আবেদন শুভেন্দুর

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে, এই অবসঅতায় হাসপাতালে ভিড় না করার পরামর্শও দিয়েছেন তিনি ৷

Etv Bharat
বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনা বিরোধী দলনেতার

By

Published : Jul 29, 2023, 8:28 PM IST

বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনা বিরোধী দলনেতার

কলকাতা, 29 জুলাই: গুরুতর অসুস্থ হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভরতি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত কিছুটা হলেও স্থিতিশীল রয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে ইতিমধ্যেই টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি ৷

এদিন বাড়িতে মধ্যাহ্ন ভোজের পরই আচমকা বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায় ৷ প্রাথমিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি ৷ দ্রুত অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ দ্রুত শুরু হয় তাঁর চিকিৎসা। এরপর সন্ধ্যায় হাসপাতালে তাঁকে দেখতে যান রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। হাসপতালে গিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে খবর ৷

এছাড়াও তিনি হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা কেমন চলছে তা নিয়েও কথা বলেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "ওঁকে যখন ভরতি করা হয়েছিল তার থেকে ভালো আছেন। অক্সিজেন স্যাচুরেশন, রক্তচাপ ঠিক আছে। আরোগ্য কামনা করেছি ৷ আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।" এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন টুইট করে বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন: বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, আরোগ্য কামনা করলেন আনন্দ বোস

এদিন এক অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ওঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করি ভগবানের কাছে। মিডিয়াতে দেখছিলাম ওঁদের পার্টির নেতা রবীন দেব বলেছেন, যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ওঁর জ্বরটাও খানিকটা কমেছে। এটা ভালো লক্ষ্মণ। ওঁর সুস্থ স্বাভাবিক হওয়ার প্রার্থনা আমরা সকলেই করছি। আর এই সময় হাসপাতালে বেশি ভীর না করে চিকিৎসকদের চিকিৎসার সুযোগ করে দেওয়ার আবেদন রাখলাম।" এদিন বুদ্ধদেবের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ হাসপাতালে এসে তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details