কলকাতা, 10 অক্টোবর : ষষ্ঠীতে মায়ের বোধন হয় । দুর্গা ঠাকুরের মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় । তার আগে জুতো হটাতে হবে ৷ নইলে এ পুজো বয়কট করবে সাধারণ মানুষ ৷ দমদম ভারত চক্রের পুজো কমিটিকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি ৷
দমদম পার্কের ভারত চক্রের পুজোর থিম ভাবনাকে ঘিরে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী । ভারত চক্রের পুজোর ভাবনায় এবার গত একবছর ধরে হয়ে চলা কৃষক আন্দোলন ৷ কৃষকদের ক্ষতবিক্ষত পায়ের তলা, জুতো, কৃষকদের ধান দেব মান না দেওয়ার শপথ, সলিল চৌধুরীর ধান ভাঙার গান, লখিমপুরের অতিসম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কোলাজ স্থান পেয়েছে মূল মণ্ডপের বহিরঙ্গে । কিন্তু পুজো মণ্ডপের ভাবনায় জুতোর অবস্থান নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ তিনি টুইট করে আগেই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন ৷ তাঁর যুক্তির সমর্থনে সরব হয়েছে একদল মানুষ। সামাজিক মাধ্যমে তারা ভারত চক্রের পুজো বয়কটের কথা বলেছেন । একজন আইনজীবী স্বতঃপ্রণোদিতভাবে আইনের আশ্রয় নিয়েছেন ।
এবার শুভেন্দুর গলাতেও শোনা গিয়েছে পুজো বয়কটের প্রসঙ্গ ৷ টুইট করে প্রতিবাদ জানানোর পর শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "জুতো হটানোর কাজ শুরু হয়েছে বলে শুনেছি । তবে চোখে দেখিনি । ষষ্ঠীতে মায়ের বোধন হয় ৷ যদি ষষ্ঠীর আগে জুতো না সরানো হয় তাহলে মানুষ এই পুজো বয়কট করবে । যাঁরা প্রকৃত হিন্দু তাঁরা বয়কট করবেন । যাঁরা সনাতন ধর্ম মানেন, নিজ ধর্মের প্রতি আস্থশীল তাঁদের বলছি জুতো থাকলে ওই পুজো বয়কট করুন । হিন্দুরা এত দুর্বল নয় ৷"