কলকাতা, 11 জুন:মতুয়াদের শ্রীধাম মন্দিরে হামলা চালিয়েছে তৃণমূল ৷ আর তা নিয়ে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
রবিবার নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগরে মতুয়া ধাম পরিদর্শনে যান অভিষেক বন্দোপাধ্যায় ৷ আর তিনি যাওয়ার ঠিক আগেই তাঁকে ধিক্কার জানিয়ে স্লোগান উঠল ঠাকুরবাড়িতে। ক্ষমা না-চাইলে অভিষেককে ঠাকুর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঙ্কার দিয়েছিল মতুয়া সমাজ। এমনকী অভিষেককে কালো পতাকা দেখানোর প্রস্তুতিও নেওয়া হয় মতুয়াদের তরফে ৷ যা ঘিরে রীতিমতো উতপ্ত হয়ে ওঠে ঠাকুরনগর। মতুয়াদের অভিযোগ, মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের উদ্দেশে কটূক্তি এবং অপমান করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাই, তিনি ক্ষমা না-চাইলে তাঁর পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে ঠাকুর বাড়ির মতুয়া ধামে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মতুয়া ভক্তরা। এদিন অভিষেককে কালো পতাকা দেখানোর কর্মসূচির সময়েই মতুয়া ভক্তদের উপর হামলা চালানোর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ৷