কলকাতা, 14 ফেব্রুয়ারি :আজ ভালবাসার দিন ৷ আর এই দিনে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল, চন্দননগরে জয়ী ঘাসফুল ৷ কিন্তু সবুজের এই জয়কে 'গণতন্ত্রের প্রহসন' আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari tweets mockery of democracy in West Bengal) ৷ 12 ফেব্রুয়ারি ভোটের পরদিনই বাম এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল ৷ নির্বাচন কমিশনের কাছে কয়েকটি জায়গায় পুনর্নির্বাচনের দাবিও জানায় দুই বিরোধী দল ৷
একটি টুইট করে তাতে সংবাদমাধ্যমের একটি ভিডিয়ো পোস্ট করেন শুভেন্দু ৷ ভিডিয়োর শুরুতে লেখা 'পৌরনিগম নির্বাচনের তিনটি উল্লেখযোগ্য খেলা, লুকোচুরি' ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে একজন সাংবাদিক, ক্যামেরাম্যান এক ব্যক্তির পিছনে পিছনে ছুটছেন ৷ সেই ব্যক্তি শৌচাগারে গেলেও সেখানে বাইরে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিক, ক্যামেরাম্যান ৷
আরও পড়ুন : BMC Election Result 2022 : জয়ের পরই মমতা-অভিষেকের বাড়িতে সব্যসাচী