আলিপুরদুয়ার, 11 জানুয়ারি:পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের বৈঠকে বক্তৃতা দিচ্ছেন মাদারিহাটের ওসি গৌরব হাঁসদা ৷ এমনই একটি ভিডিয়ো টুইট করলেন শুভেন্দু অধিকারী ৷ টুইটে বিরোধী দলনেতা লেখেন, "আলিপুরদুয়ার জেলার হান্টাপাড়ায় তৃণমূলের বুথ স্তরের বৈঠকে মাদারিহাটের ওসি শ্রী গৌরব হাঁসদাকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে ৷ মনে হচ্ছে, তৃণমূলের ব্লক সভাপতির জায়গায় তিনি দায়িত্ব নিয়েছেন ! মনে রাখতে হবে, রাজ্যে স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন রাজ্যের পুলিশপ্রশাসনের উপর আস্থা রেখেছে ৷"
এই ভিডিয়োর সঙ্গে তিনি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন সেখানেও এই পুলিশ আধিকারিককে দেখা যাচ্ছে ৷ শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োয় পুলিশ আধিকারিক বলতে স্থানীয় একটি সেতু সম্পর্কে কথা বলতে শোনা যাচ্ছে । তাঁর কথায়, "ওই সেতুটি আমরা বানিয়েছি ৷ মানুষ সেতুটি দিয়ে যাতায়াত করতে পারছে ৷ এমন উন্নয়ন হবে হান্টাপাড়ায় হবে । প্রশাসনের তরফ থেকে আমি আপনাদের এটাই বলতে চাই- সরকারি কাজে কেউ কোনও বাধা দেবেন না ৷ এই কাজটা কারও ব্যক্তিগত কাজ নয়, সবার ৷ সব গ্রামবাসীর মঙ্গলের জন্য ৷ তাঁদের জন্য, যাঁরা গ্রামের ভালো চাইবেন ৷ যাঁরা এখান থেকে উপকৃত হবেন তাঁদের সবার জন্য ৷ আমরা সবাই এতে অংশগ্রহণ করব এবং এই কাজটাকে ভালো করে করব ৷"