পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: মমতার বিরুদ্ধে সারদা যোগের প্রমাণ নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু - শুভেন্দু অধিকারী

তৃণমূলের অভিযোগ, সারদা-নারদা-সহ রাজ্যের একাধিক দুর্নীতিতে কমবেশি অভিযুক্ত শুভেন্দু অধিকারী। এবার তিনিই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারদা যোগের প্রমাণ নিয়ে সিবিআই দফতরে যাবেন বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।

Etv Bharat
সিবিআইয়ের দুয়ারে যাবেন শুভেন্দু

By

Published : Jul 17, 2023, 9:52 PM IST

কলকাতা, 17 জুলাই: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদা-নারদায় যুক্ত থাকার অভিযোগে বারংবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এবার পালটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারদা যোগের প্রমাণ নিয়ে সিবিআই দফতরে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি নিজেই জানিয়েছেন, দিনকয়েকের মধ্যেই সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই আধিকারিকদের হাতে দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যুক্ত থাকার যাবতীয় প্রমাণ তুলে দেবেন তিনি ৷ শুভেন্দুর এই দাবি ঘিরে ফের একবার তোলপাড় রাজ্য-রাজনীতি ৷

তৃণমূলের অভিযোগ, সারদা নারদা-সহ রাজ্যের একাধিক দুর্নীতিতে কমবেশি অভিযুক্ত শুভেন্দু অধিকারী। অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়। এমনকী তাঁর বিজেপিতে যোগদানের পর এই অভিযোগ করতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই সিবিআই'য়ের কাছে অভিযোগ করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন বিধানসভার বাইরের সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারদা যোগের প্রমাণ নিয়ে সিবিআই দফতরে যাচ্ছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "আগামী দু-তিন দিনের মধ্যে নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা প্রমাণ তুলে দেব।" বিরোধী দলনেতার এই বক্তব্যের পালটা জবাব দিতে দেরি করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, সত্যিই যদি বিরোধী দলনেতার কাছে সারদা নিয়ে কোনও প্রমাণ থাকে তা তিনি এতদিন তুলে দেননি কেন?

এদিন এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আসলে এইসবের মাধ্যমে সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছেন বিরোধী দলনেতা। একের পর এক নির্বাচনে মানুষের ভোটে প্রত্যাখ্যাত হচ্ছে বিজেপি। এই অবস্থায় বাজার গরম করে সংবাদমাধ্যমে ভেসে থাকতে চাইছেন শুভেন্দু অধিকারী।" একইভাবে এদিন বিরোধী দলনেতাকে পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, "যাঁর নিজের বিরুদ্ধে সারদা মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যাঁর বিরুদ্ধে চিঠি লিখে স্বয়ং অভিযোগ করেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, তিনি দেবেন প্রমাণ !"

আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে জোটে আপত্তি থাকা কংগ্রেস-সিপিএম কর্মীদের বিজেপিতে আহ্বান শুভেন্দুর

শান্তনু সেনের দাবি, আহাম্মকের মত কথা বলছেন বিরোধী দলনেতা। বাংলার মানুষ লোডশেডিংয়ে জেতা এই বিরোধী দলনেতার কথা বিশ্বাস করে না। শুধু বাংলা নয় গোটা দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। অতএব কে কী প্রমাণ দিল তাতে কিচ্ছু যায় আসে না বলে জানিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details