কলকাতা, 30 মার্চ:দুটি ধরনা চলছে কলকাতার বুকে। দূরত্বের বিচারে দু'টিই বেশ কাছাকাছি ৷ কিন্তু অভিঘাতের নিরিখে দূরত্বটা অনেক ৷ একে অপরের বিরোধীই বলা যায় ৷ বুধবার দুপুর 12টা থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধরনা মঞ্চে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর শহিদ মিনার ময়দানে মহার্ঘভাতার দাবিতে আন্দোলনে বসেছেন সরকারি কর্মচারীরা ৷ বিক্ষুব্ধ এই সরকারি কর্মীদের সঙ্গে আজ দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একটি টুইট করে বুধবার রাতের দিকে তিনি বিষয়টি জানিয়েছেন (Suvendu Adhikari to meet DA Agitators in Sahid Minar Maidan) ৷
তার আগে বুধবার সকালে ধরনা মঞ্চে প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ ছিলেন ৷ পরে জানালেন এখানে তিনি একাধারে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো ৷ তাই এই ধরনা মঞ্চ বিজেপি সরকার-বিরোধী এবং একই সঙ্গে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একশো দিনের কাজের প্রকল্পের টাকা, আবাস যোজনা, জিএসটি-সহ একাধিক খাতে প্রাপ্য টাকা পায়নি রাজ্য সরকার ৷ এই অভিযোগ বারে বারে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায় ৷ এছাড়া নতুন অর্থবর্ষে মোদি সরকার পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প, রাস্তা তৈরির জন্য কোনও টাকা বরাদ্দ করেনি ৷ এই ক্ষোভে 21 মার্চ ওড়িশা যাওয়ার আগে বিমানবন্দর থেকে তিনি ঘোষণা করেছিলেন, কেন্দ্রের বঞ্চনা-লাঞ্ছনার বিরুদ্ধে 29-30 মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসবেন ৷