পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Taunts Abhishek: মমতার প্রসঙ্গ টেনে অভিষেককে জরিমানা নিয়ে কটাক্ষ শুভেন্দুর - নন্দীগ্রাম মামলা

আদালতের সময় নষ্ট করার জন্য কলকাতা হাইকোর্ট জরিমানা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ তার সঙ্গে পুরনো প্রসঙ্গ টেনে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

Suvendu Taunts Abhishek
Suvendu Taunts Abhishek

By

Published : May 18, 2023, 2:23 PM IST

কলকাতা, 18 মে: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার সেই বিষয়টি সামনে আসতেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি শুধু একা অভিষেককে নিশানা করেননি ৷ পুরনো প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও ৷

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের চিঠি মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা মামলার রায়ে তাঁকে সেই অব্যাহতি দেননি ৷ ফলে এই নিয়ে সিবিআই বা ইডি চাইলেই অভিষেককে জিজ্ঞাসাবাদে আর কোনও বাধা রইল না ৷ পাশাপাশি এই বিষয়ে আদালতের সময় নষ্ট করার কারণে জরিমানা করেছেন বিচারপতি অমৃতা সিনহা ৷ অভিষককে জরিমানা বাবদ দিতে হবে 25 লক্ষ টাকা ৷

আরও পড়ুন:জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি, অভিষেক-কুন্তলকে 50 লাখ টাকা জরিমানা

এই রায় প্রকাশ্যে আসার পরই বেলা 12ট 4 মিনিটে একটি টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ লেখেন, ‘‘গোদের উপর বিষফোঁড়া !!! এতদিন শোনা যেত - বাপ নম্বরি তো বেটা দশ নম্বরি । নতুন সংস্করণ:- পিসি দেয় 5, তো ভাইপোর 25 ! স্বভাব যেমন, তাই পাঁচ গুন বেশি দিস !’’ শুভেন্দু অধিকারী অবশ্য কারও নাম লেখেননি ৷ তবে পিসি-ভাইপোর কথা উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন যে তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু কারা ৷

কিন্তু প্রশ্ন উঠছে, শুভেন্দু কেন লিখলেন যে ‘পিসি দেয় 5’ ? আসলে বিরোধী দলনেতা নন্দীগ্রাম মামলার প্রসঙ্গ তুলেছেন ৷ তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছেন ৷ তাঁর প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচনে কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেন ৷ সেই মামলার প্রথম বিচারপতি ছিলেন কৌশিক চন্দ ৷

কিন্তু তৃণমূলের তরফে বিচারপতি কৌশিক চন্দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় ৷ কারণ, আইনজীবী থাকাকালীন বিজেপির হয়ে বিভিন্ন মামলা লড়েছেন ৷ তাই কৌশিক চন্দের বেঞ্চ থেকে মামলা সরানোর জন্য মমতার তরফে আবেদন করা হয় আদালতে ৷ পরে মামলা থেকেই নিজেই সরে যান কৌশিক চন্দ ৷ তবে তিনি প্রশ্ন তুলেছিলেন, আপত্তি থাকলে প্রথমদিনই কেন মামলাকারীর আইনজীবী বিষয়টি জানাননি ? তাছাড়া আইনজীবী থেকে বিচারপতি হয়ে গেলে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় না বলেও তিনি জানান ৷

বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় 2021 এর 7 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছিলেন ৷ আর বৃহস্পতিবার অভিষেককে আদালত জরিমানা করতেই সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:নন্দীগ্রাম মামলা : 5 লাখ টাকা জরিমানা মমতার, সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ

ABOUT THE AUTHOR

...view details