কলকাতা, 12 ডিসেম্বর: নাম না করে বঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ প্রাতঃভ্রমণে গিয়ে মেদিনীপুরের সাংসদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য পেশেরও সমালোচনা করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর দাবি, মর্নিংওয়াকে গিয়ে তিনি সংবাদমাধ্যমের কাছে বক্তব্য পেশ করেন না ৷ বিরোধী দলনেতা হিসেবে তিনি যা বলেন, সেটাই করে দেখান ৷ সোমবার কলকাতার হাজরায় বিজেপির এক সভার আয়োজন করা হয় ৷ সেই সভাতেই তিনি নাম না করে দিলীপের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, দিলীপ ঘোষ যেখানেই থাকুন, প্রাতঃভ্রমণে বের হওয়া তাঁর দৈনন্দিন রুটিনের অঙ্গ ৷ কলকাতায় থাকলে, তাঁকে নিউটাউনের ইকোপার্কে দেখা যায় ৷ আবার জেলা সফরে তিনি সংশ্লিষ্ট এলাকায় সকালে হেঁটে ঘুরে বেড়ান ৷ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ৷ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেন ৷ আর সেই উত্তর ঘিরে বহুবার বিজেপির অন্দরে নানা বিতর্ক তৈরি হয়েছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই উত্তরের মধ্যে অনেক সময় শুভেন্দু অধিকারী সম্পর্কে কটাক্ষের সুরও মিশে থাকে ৷