কলকাতা, 28 নভেম্বর: বিধানসভায় অসাংবিধানিক আচরণ করার অভিযোগে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । চলতি শীতকালীন অধিবেশনে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সংবিধান দিবসে আলোচনা চলার সময় স্লোগান দেয় বিরোধীপক্ষ । সেই সময় অধ্যক্ষের তরফে বারবার সাবধান করা সত্ত্বেও এই একই কাজ তারা চালিয়ে যায় বলে অভিযোগ ৷ আরও অভিযোগ, অধ্যক্ষ বিরোধী দলনেতাকে সাবধান করলেও তিনি অধ্যক্ষের দিকে তেড়ে যান ।
এই অবস্থায় কড়া সিদ্ধান্ত নিয়ে শুভেন্দুকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে পালটা পদক্ষেপের কথা জানিয়েছে বিজেপি পরিষদীয় দলও ৷ তারা আগামিকাল বুধবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বলে জানিয়েছে ৷
এ দিন বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার সময় বিজেপি বিধায়ক শংকর ঘোষ দাবি করেন, এখানে এমন অনেক বিধায়ক আছেন, যাঁরা বিধানসভায় বিজেপির প্রতীকে জেতা বিধায়ক । বাইরে এঁরা শাসক দলের । অধ্যক্ষ এদের শব্দের কারিকুরি দিয়ে বিজেপির বিধায়ক হিসেবে চিহ্নিত করেন ।
অধ্যক্ষ শংকরের মন্তব্যের বিরোধিতা করেন । তিনি বলেন, ‘‘আপনাদের অফিসিয়াল জারি রেকর্ড রয়েছে, তাকেই আমরা মান্যতা দিয়েছি৷ অতিরিক্ত কিছু নয় ।’’ অধ্যক্ষের বক্তব্যের বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ‘‘সংবিধান সম্মত কথা আপনি বলেননি ।’’ কিন্তু অধ্যক্ষ অনড় হয়ে জানিয়ে দেন, শংকর ঘোষের এই বক্তব্য কোনোভাবেই গৃহীত হবে না ।
এরপর এই নিয়ে তুমুল হট্টগোল শুরু হয় । শুভেন্দু অধিকারী জানান, অধ্যক্ষের আচরণে সংবিধান রক্ষিত হচ্ছে না । ফলে তিনি কাগজ ছিঁড়ে অধ্যক্ষের দিকে ছুঁড়ে দেন । বিরোধী দলনেতা এরপরই বিধানসভা থেকে ওয়াক আউট করেন ৷ তাঁর সঙ্গে সঙ্গে বিজেপি পরিষদীয় দলও বিধানসভা থেকে বেরিয়ে যায় । শুভেন্দু অধিকারী বেরিয়ে গেলে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিরোধী দলনেতার এহেন আচরণ কাম্য নয় । সবার রেকর্ড দেখেই তিনি কথা বলছেন । তাঁর বিরুদ্ধে কি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে ।’’
এরপরই প্রস্তাব নিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় । তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত দুঃখের যে আজ সংবিধান দিবস । আমরা আলোচনা করছি । যে সংবিধানের বই কোনোদিন হাতে ধরেনি, সে কী আলোচনা করবে ? এটা কি বিজেপির পার্টি অফিস ? রাষ্ট্রপতির বিরুদ্ধে বলা যায় ? আমরা কি এসব জানি না, নাকি পারি না ? আমাদের বিবেকে আটকায় । রুচি, শিক্ষায় আটকায় ।’’