কলকাতা, 12 জানুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের (WB Government) বিরুদ্ধে ফের একবার আর্থিক অনিয়মের (Financial Irregularities) অভিযোগ তুলে সরব হলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার এই ইস্যুতে একের পর এক টুইট (Twitter) করেন তিনি ৷ যার মোদ্দা কথা হল, পরিকাঠামো উন্নয়ন এবং প্রকল্প রূপায়নের জন্য কেন্দ্রের অর্থ মন্ত্রক রাজ্যকে যে কোটি কোটি টাকা দিচ্ছে, তা বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতো প্রকল্পে ব্যবহার করা হচ্ছে ৷ এমনকী, টাকার উৎস সম্পর্কেও ভুল তথ্য পেশ করা হচ্ছে ৷ শুভেন্দুর বক্তব্য, এর থেকেই স্পষ্ট, পশ্চিমবঙ্গে কোনও সরকার নয়, 'পিসি ও ভাইপোর কোম্পানি' চলছে !
শুভেন্দু অধিকারীর অভিযোগটি ঠিক কী ?
শুভেন্দু অধিকারী তাঁর টুইটে দাবি করেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারকে প্রায় 6 হাজার কোটি টাকার বিশেষ আর্থিক সহযোগিতা বা ঋণ প্রদান করে অর্থ মন্ত্রক ৷ কথা ছিল, সেই টাকা খরচ করার হবে পরিকাঠামো উন্নয়ন এবং বকেয়া বিভিন্ন প্রকল্প রূপায়নে ৷ কিন্তু, রাজ্যের সরকার সেই টাকা নিজেদের রোজগার বলে দাবি করেছে ! শুধু তাই নয়, কোনও নিয়মের তোয়াক্কা না করেই রাজ্যের অর্থ দফতর কেন্দ্রের কাছ থেকে প্রাপ্ত অর্থের মধ্যে 1 হাজার কোটি টাকা সমাজকল্যাণ দফতরে পাঠিয়ে দেয় ৷ পরে সেই টাকা ব্যবহার করা হয় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের মাসিক প্রাপ্য মেটাতে !