পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu on Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে বিস্তর অনিয়ম ! টুইটে তোপ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী টুইট

লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা দিতে আর্থিক অনিয়ম (Financial Irregularities) করছে রাজ্য সরকার (WB Government) ৷ এই অভিযোগ তুলে টুইটারে (Twitter) ফের সরব হলেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari slams WB Government for Financial Irregularities in Lakshmir Bhandar
ফাইল ছবি ৷

By

Published : Jan 12, 2023, 5:53 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের (WB Government) বিরুদ্ধে ফের একবার আর্থিক অনিয়মের (Financial Irregularities) অভিযোগ তুলে সরব হলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার এই ইস্যুতে একের পর এক টুইট (Twitter) করেন তিনি ৷ যার মোদ্দা কথা হল, পরিকাঠামো উন্নয়ন এবং প্রকল্প রূপায়নের জন্য কেন্দ্রের অর্থ মন্ত্রক রাজ্যকে যে কোটি কোটি টাকা দিচ্ছে, তা বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতো প্রকল্পে ব্যবহার করা হচ্ছে ৷ এমনকী, টাকার উৎস সম্পর্কেও ভুল তথ্য পেশ করা হচ্ছে ৷ শুভেন্দুর বক্তব্য, এর থেকেই স্পষ্ট, পশ্চিমবঙ্গে কোনও সরকার নয়, 'পিসি ও ভাইপোর কোম্পানি' চলছে !

শুভেন্দু অধিকারীর অভিযোগটি ঠিক কী ?

শুভেন্দু অধিকারী তাঁর টুইটে দাবি করেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারকে প্রায় 6 হাজার কোটি টাকার বিশেষ আর্থিক সহযোগিতা বা ঋণ প্রদান করে অর্থ মন্ত্রক ৷ কথা ছিল, সেই টাকা খরচ করার হবে পরিকাঠামো উন্নয়ন এবং বকেয়া বিভিন্ন প্রকল্প রূপায়নে ৷ কিন্তু, রাজ্যের সরকার সেই টাকা নিজেদের রোজগার বলে দাবি করেছে ! শুধু তাই নয়, কোনও নিয়মের তোয়াক্কা না করেই রাজ্যের অর্থ দফতর কেন্দ্রের কাছ থেকে প্রাপ্ত অর্থের মধ্যে 1 হাজার কোটি টাকা সমাজকল্যাণ দফতরে পাঠিয়ে দেয় ৷ পরে সেই টাকা ব্যবহার করা হয় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের মাসিক প্রাপ্য মেটাতে !

অনিয়মের প্রমাণ !

শুভেন্দু মনে করেন, বাংলায় যে সরকারি নিয়ম-নীতির কোনও ধার ধারা হয় না, এই ঘটনাই তার প্রমাণ ৷ তা না হলে কেন্দ্রের কাছ থেকে পাওয়া আর্থিক সহযোগিতা রাজ্য়ের রোজগার হিসাবে দেখানো হয় কীভাবে ! আর কীভাবেই বা তা অন্য দফতরে স্থানান্তরিত করা হয় ! এই ঘটনাকে রাজ্য সরকারের বেআইনি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলেও তোপ দেগেছেন শুভেন্দু ৷ এদিনের টুইটগুলিতে কিছু নথিও তুলে ধরেছেন তিনি ৷ তাতে টাকার হিসাব সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন রয়েছে, তেমনই রয়েছে রাজ্যের অর্থ দফতরের সচিবকে পাঠানো একটি চিঠি ৷

বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে নিজের টুইট কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ট্যাগ করেছেন শুভেন্দু ৷ একইসঙ্গে, কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমনাথন এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থকেও টুইটে উল্লেখ করেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন:পণ করেছি কোনও পাপিষ্ঠর নাম নেব না, শুভেন্দুকে কটাক্ষ মদনের

ABOUT THE AUTHOR

...view details