পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu on Mamata: 1956 ভোটের যন্ত্রণা থেকেই মঞ্চে ওঠেননি, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

রেলমন্ত্রী, রাজ্যপালের শত অনুরোধেও ভেজেনি চিড়ে ৷ জয় শ্রীরাম ধ্বনিতে অসন্তুষ্ট হয়ে মূলমঞ্চে না-উঠে আমলাদের সঙ্গে নীচেই বসে থাকেন মুখ্যমন্ত্রী (Vande Bharat inauguration controversy) ৷ আর এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu on Mamata
বন্দে-ভারতের সূচনায় মুখ্যমন্ত্রী

By

Published : Dec 30, 2022, 6:54 PM IST

Updated : Dec 30, 2022, 7:32 PM IST

হাওড়া, 30 ডিসেম্বর: সব ঠিকঠাকই ছিল ৷ প্রধানমন্ত্রী না-আসতে পারলেও বঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাপর্বে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু হাওড়া স্টেশন চত্বরে পৌঁছতেই বাংলার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ধেয়ে আসে 'জয় শ্রীরাম' স্লোগান ৷ ব্যস, অনুষ্ঠান ঘিরে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা ৷ রেলমন্ত্রী, রাজ্যপালের শত অনুরোধেও ভেজেনি চিড়ে ৷ মূলমঞ্চে না-উঠে আমলাদের সঙ্গে নীচেই বসে থাকেন মুখ্যমন্ত্রী (Vande Bharat inauguration controversy) ৷ আর এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Mamata Banerjee) ৷

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "স্লোগান নয় এটা 1956-এর যন্ত্রণা ৷ 1956 ভোটে হারা মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে একমঞ্চে বসবেন না বলে স্লোগানকে অজুহাত করেছেন। তাঁর এত অসুবিধা হলে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে পারতেন। তা না করে মঞ্চে না-উঠে বক্তৃতাও রাখলেন। জোকা- তারাতলা মেট্রো ওনার করা বলে দাবি করলেন ৷" হারের যন্ত্রণা থেকে মুখ্যমন্ত্রী গোটাটাই নাটক করেছেন বলেই দাবি শুভেন্দুর। বিরোধী দলনেতা আরও বলেন, "এর আগে কলাইকুন্ডাতেও এই ধরনের নাটক করেছিলেন তিনি। 'জয় শ্রীরাম' অথবা 'ভারত মাতা' এগুলো কোনও খারাপ শব্দ নয়, তাই এগুলো কোনও কারণ নয়।"

আরও পড়ুন:জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

প্রসঙ্গত শুক্রবার হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু নিউ কমপ্লেক্সের গেট দিয়ে ভিতরে ঢোকার সময় ও মূলমঞ্চের সামনে এসে দাঁড়াতেই অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীকে দেখে "জয় শ্রীরাম" স্লোগান দেন। এতে স্বভাবতই বিরক্ত হন মুখ্যমন্ত্রী। তিনি অনুষ্ঠানের মূলমঞ্চে না উঠে পাশেই দাঁড়িয়ে যান। এতে আরও উৎসাহিত হয়ে বিজেপি কর্মীরা চিৎকার করে ক্রমাগত স্লোগান দিতে থাকেন। এরপর বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু হয়। মঞ্চে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গেই অনুষ্ঠান মঞ্চের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সবুজ পতাকা নেড়ে বন্দে ভারতের পথচলার সূচনা করেন।

Last Updated : Dec 30, 2022, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details