কলকাতা, 29 অগস্ট:চন্দ্রাভিযানের নায়কদের রাজ্যে সংবর্ধনা দিতে চান ৷ সোমবার এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীকে ইসরোর কাছে ক্ষমা চাইতে হবে তারপর সংবর্ধনা ৷ পালটা এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
তিনি বলেন, "অবতরণ প্রক্রিয়ার শেষের 17 মিনিট খুব গুরুত্তপূর্ণ । মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করেছিলেন কখন চন্দ্র অভিযান অসফল হবে । ভাগাড়ে কখন মরা জন্তু-জানোয়ার পড়বে তার জন্য আকাশে শকুন যেমন অপেক্ষা করে থাকে তেমনই মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন । ইসরোকে আমি চিঠি দিয়ে বলব, পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে সংবর্ধনা নিতে আসার আগে 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলবেন ৷ তারপর আসবেন সংবর্ধনা নিতে ।"
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিতমূলক মন্তব্য করেন ৷ ভুল করেই তিনি ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলে দেন ৷ মমতার এই মন্তব্যেরই সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর কথায়, এরকম এক 'মূর্খ মুখ্যমন্ত্রী' রাজ্যের লজ্জা । আগে ইসরোর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে ৷ তারপর যেন তাঁর হাত থেকে ইসরো সংবর্ধনা স্বীকার করে । গতকাল উত্তর কলকাতার একটি সভায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী ৷ চন্দ্রযান-3 এর সফলভাবে চাঁদে অবতরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি 2019 সালের প্রসঙ্গ টেনে আনেন ৷ তিনি বলেন, "চন্দ্রযান-2 যখন সফল হতে পারেনি তখন মমতা বন্দ্যোপাধ্যায় কটুক্তি করেছিলেন ।"