কলকাতা, 29 অক্টোবর: রাজ্যে প্রতিদিন বাড়ছে ডেঙ্গিতে (Dengue) মৃত্যুর ঘটনা । এই মরশুমে রাজ্যে প্রায় 40 হাজারেরও বেশি ডেঙ্গির ঘটনা সামনে এসেছে । তাই রাজ্য স্বাস্থ্য দফতরকে (Health Department) একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । আজ সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট করলেন তিনি ।
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি দুশ্চিন্তার সৃষ্টি করেছে । ইতিমধ্যেই একাধিক মৃত্যুও হয়েছে । তাই পরিস্থিতির জন্য একরকম স্বাস্থ্য দফতর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী । তিনি ওই পোস্টে লিখেছেন, ‘‘এই মরশুমে রাজ্যে 40 হাজারেরও বেশি ডেঙ্গির ঘটনা সামনে এসেছে । অক্টোবরের শেষের দিকে শহর কলকাতায় 3,500-এরও বেশি কেস সামনে এসেছে । এই রেকর্ড সংখ্যক ডেঙ্গি কেস কি স্বাস্থ্যমন্ত্রীর নজর এড়িয়ে গিয়েছে ? কবে তৎপর হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ?"
পাশাপাশি তিনি আরও বলেন, "যেসব এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে, সেই সব এলাকাগুলি কি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে ? কী কী সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে ? প্রতিদিন ডেঙ্গিতে মানুষ মারা যাচ্ছে । এমনকি পুলিশকর্মীরাও সুরক্ষিত নয় । এবার এবার মুখ্যমন্ত্রীর উৎসবের মেজাজ থেকে বেরনো উচিত । কারণ ছুটি শেষ ।’’