পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams Mamata on DA Issue: শুভেন্দুর বিরুদ্ধে মামলার শুনানি তিনদিনে আর ডিএ কেস পিছিয়ে যাচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতার - ডিএ আন্দোলনের একশো দিন

ডিএ আন্দোলনের একশো দিনে কলকাতার হাজরা মোড়ে সভা করে সংযুক্ত যৌথ মঞ্চ ৷ সেই সভা থেকে ডিএ ইস্য়ুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Slams Mamata on DA Issue
Suvendu Slams Mamata on DA Issue

By

Published : May 6, 2023, 6:58 PM IST

ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা, 6 মে: বিচারব্যবস্থা নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার কলকাতার হাজরা মোড়ে বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভের মঞ্চ থেকে এই বিস্ফোরক অভিযোগ করেন ৷ তাঁর দাবি, ‘‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হলে তার শুনানি হয় তিনদিনে । এদিকে ডিএ মামলা ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত হয়ে গিয়েছে, শুধু পিছিয়ে যাচ্ছে । এর পিছনের খেলা আমরা জানি, সব খেলা আমরা বন্ধ করব ৷"

তাই এই পরিস্থিতিতে ডিএ আন্দোলনকারীদের সর্বাত্মক লড়াইয়ে নামার পরামর্শ দেন বিরোধী দলনেতা ৷ বলেন, "আপনাদের হাতে কলম আছে ৷ সেই কলম বন্ধ করে দিন । লাগাতার কর্মবিরতি করুন, ধর্মঘট করুন । এই সরকারের জন্য একমাত্র অসহযোগিতাই উপযুক্ত ।"

একই সঙ্গে শুভেন্দু অধিকারী এই দিন হরিশ মুখার্জি রোডে মিছিলের যে বাধা হয়েছে, তা নিয়েও মুখ খোলেন । তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশ নিয়ে লেডি কিমের বাড়ির সামনে থেকে এই মিছিল করতে হয়েছে । আর তাঁর আলালের দুলাল তোলাবাজ ভাইপো, তাঁর বাড়ির সামনে দিয়ে মিছিল করা যাবে না ৷ কারণ ওটা ভারতবর্ষের মানচিত্রের বাইরে ।’’ রাজনৈতিক মহলের মতে, এখানে শুভেন্দু লিড কিম বলতে মমতা বন্দ্যোপাধ্যায় ও আলালের দুলাল বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন ৷

তিনি আরও বলেন, ‘‘বিরোধী দলনেতার বাড়িতে বারবার যাওয়া যায় । তাই দুর্ঘটনা ঘটেছে একদিকে আর সেই দেহ নিয়ে চলে গিয়েছে আমার বাড়ির সামনে ।" তাই তাঁর আবেদন, "আমি গোটা পশ্চিমবঙ্গের লোককে আবেদন করছি যেখানেই খুন হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন ৷ ডেড বডি নিয়ে আমি কালিঘাটের গলিতে ঢুকব ৷"

প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চলছে সরকারি কর্মচারীদের । আজ সেই আন্দোলনের শততম দিন । সেই উপলক্ষে কলকাতার হাজরা মোড়ে মহামিছিল ও সমাবেশের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ । সেখানেই আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার পর ভাষণ দিতে গিয়ে তিনি এভাবেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:ডিএ' আন্দোলনের একশো দিন, অভিষেকের বাড়ির সামনে মিছিল পৌঁছতেই উড়ে এল 'চোর চোর ...' স্লোগান

ABOUT THE AUTHOR

...view details