পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সম্প্রীতি' নষ্ট করতেই মিছিলের ডাক মমতার, কটাক্ষ শুভেন্দুর - Mamata Banerjee

Suvendu Slams Mamata: 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন সম্প্রীতির পদযাত্রা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই পদযাত্রাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
শুভেন্দু ও মমতা

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 10:50 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: "তৃণমূল গুন্ডামি করার চেষ্টা করছে ।" 22 জানুয়ারি মুখ্যমন্ত্রীর সম্প্রীতির পদযাত্রাকে মঙ্গলবার এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি করেন যে, গত 10 বছরে রাজ্যের যেসব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয়েছে সেই সব জায়গাগুলোতে চিহ্নিত করে ওইদিন যেন আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয় ।

আগামী 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন কালীঘাট ও হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন যে,"এর আগে শাহিনবাগের মতো চল্লিশ পঞ্চাশ দিন ধরে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা আটকে রেখেছিল । সংখ্যালঘু ভোট ব্যাংক ওনার থেকে সরে যাচ্ছে বলে উনি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছেন । উসকানি দিচ্ছেন যাতে রামনবমীর মতো মানুষের প্রাণ এবং সম্পত্তি নষ্ট হয় ।"

বিরোধী দলনেতার দাবি, আজ মুখ্যমন্ত্রীর দিক থেকে সংখ্যালঘুরা মুখ ঘুরিয়ে নিচ্ছে বলে তাদের ভোট নিজের দিকে টানতেই এই রাজ্যের 'ভয়ংকরী' মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন । তাঁর উসকানিতে ডালখোলা, রিষড়া এবং শিবপুরের বস্তিতে দাঙ্গা সংগঠিত হয়েছিল । তিনি হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে দাঙ্গাবাজ বলেছিলেন । এনার কণ্ঠস্বর হায়দরাবাদে আসাদুদ্দিন ওয়াইসির কণ্ঠস্বরের সঙ্গে মিলে যাচ্ছে । সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানিয়েই এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভেন্দু ৷

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রামমন্দির উদ্বোধনের দিন সম্প্রীতির পদযাত্রা করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিটি জেলায় 22 জানুয়ারি এই মিছিল আয়োজন করার কথা বলেছেন তিনি ৷ তারপরই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি ৷

আরও পড়ুন :

  1. রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক মমতার
  2. দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার কথাই বলেনি রেল, মমতার মন্তব্যে প্রতিক্রিয়া মেট্রো কর্তৃপক্ষের
  3. লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে রামভক্তিতে মগ্ন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details