পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams Mamata Govt: তৃণমূল এখন জাতও চুরি করছে, শংসাপত্র-দুর্নীতির অভিযোগ শুভেন্দুর - তৃণমূল কংগ্রেস

Suvendu Adhikari Slams Mamata Banerjee Government: জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ মঙ্গলবার এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কটাক্ষ, তৃণমূল এখন জাতও চুরি করছে ৷

Suvendu Slams Mamata Govt
Suvendu Slams Mamata Govt

By

Published : Aug 1, 2023, 3:10 PM IST

Updated : Aug 1, 2023, 8:25 PM IST

কলকাতা, 1 অগস্ট: পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি ৷ এবার পঞ্চায়েত ভোটে প্রার্থীদের জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে ৷ জাতিগত শংসাপত্র পাওয়ার যোগ্য অনেক বিরোধী প্রার্থীই তা পাননি ৷ তাই তাঁর কটাক্ষ, তৃণমূল এখন জাতও চুরি করছে ৷

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের জাতিগত শংসাপত্র সংক্রান্ত তথ্য চেয়ে আরটিআই করে রাজ্য নির্বাচন কমিশনের জানতে চেয়েছিলেন বিরোধী দলনেতা ৷ সেই তথ্য এসেছে বলেও তিনি জানান ৷ একই সঙ্গে তিনি দাবি করেন যে বিজেপির তরফে একশোর বেশি তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভুয়ো জাতিগত শংসাপত্র সংগ্রহ করা হয়েছে ৷ আগামী 15 দিন এই নিয়ে আরও তথ্য জোগাড় করা হবে বলে তিনি জানিয়েছেন ৷

তিনি আরও জানান, 15 অগস্টের পর আরও বিস্তারিত তথ্য নিয়ে সংবাদমাধ্যমকে জানাবেন ৷ পাশাপাশি যে সরকারি আধিকারিকরা এই ধরনের দুর্নীতিতে জড়িত, তাঁদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়টি নিয়ে বিজেপি উদ্যোগী হবে বলে তিনি জানান ৷ শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, বিরোধী প্রার্থীদের জাতিগত শংসাপত্র দেওয়া হয়নি, তাঁরা ওই শংসাপত্র পাওয়ার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও ৷

আরও পড়ুন:রাজ্যে শূন্যপদে 6 মাসের মধ্যে নিয়োগ চাইলেন শুভেন্দু

বিরোধী দলনেতার দাবি, জনজাতিদের অধিকারও খর্ব করছে রাজ্য সরকার ৷ রায়গঞ্জে ভুয়ো তফশিলি উপজাতি শংসাপত্র দিয়ে চাকরি পাওয়া 78 জনের গিয়েছে ৷ তাই বিরোধী দলনেতার কটাক্ষ, তৃণমূল এখন জাতও চুরি করছে ৷ এই ধরনের দুর্নীতিতে মদতদাতা সরকারি আধিকারিকদের শাস্তি, গ্রেফতারির দাবিও করেছেন শুভেন্দু অধিকারী ৷

তিনি পাবলিক সার্ভিস কমিশনেও তথ্যের অধিকার আইনে কিছু তথ্য চেয়েছেন ৷ সেই তথ্য ওই স্বশাসিত সংস্থা দেবে বলে আশা প্রকাশ করেছেন ৷ আর জাতিগত শংসাপত্র নিয়ে তথ্য দেওয়ায় তিনি ধন্যবাদ দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনকে ৷

Last Updated : Aug 1, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details