পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams Mamata: মমতার সরকারের দিন ঘনিয়ে এসেছে, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার বাংলায় আর বেশিদিন থাকবে না ৷ আবারও হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ৷ সোমবার কলকাতায় দলের মহিলা মোর্চার সভায় তৃণমূলের সরকার নিয়ে তিনি বলেন, ‘‘তৃণমূলের দিন ঘনিয়ে এসেছে ।’’

suvendu-adhikari-slams-mamata-banerjee-government-and-trinamool-congress-on-various-issues
Suvenu Slams Mamata: মমতার সরকারের দিন ঘনিয়ে এসেছে, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

By

Published : Nov 21, 2022, 6:40 PM IST

কলকাতা, 21 নভেম্বর: তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহিলাদের অপমান করে ৷ এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সঙ্গে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের দিন ঘনিয়ে এসেছে ৷

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ সোমবার কলকাতায় এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেই কর্মসূচিতে হাজির হয়েছিলেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ সেখানেই তিনি একাধিক ইস্যুতে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷

বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

তাঁর অভিযোগ, নবান্ন অভিযানের দিন বিজেপি (BJP) কাউন্সিলরকে মীনাদেবী পুরোহিত হেনস্তা করা হয়েছে ৷ তৃণমূল কংগ্রেস মহিলাদের অপমান করে ৷ রাজ্যের শাসক দল নারী বিরোধী ৷ তাই তিনি তৃণমূল কংগ্রেসকে হারাতে বাংলার মাতৃশক্তিকে একজোট হওয়ার আহ্বান জানান ৷

বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

উল্লেখ্য এদিন, বঙ্গ বিজেপির মহিলা মোর্চার মিছিল কলেজ স্কোয়ার থেকে রাণী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল যায় । অন্যদিকে বিধানসভা থেকে একাধিক বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ওয়াই চ্যানেলে আসেন । তার পর সেখানে আয়োজিত সভায় বক্তৃতা করেন তিনি ৷ শুভেন্দু আরও একবার তৃণমূলের সরকার পড়ে যাবে বলে হুঁশিয়ারি দেন ৷ তিনি বলেন, ‘‘তৃণমূলের দিন ঘনিয়ে এসেছে । আর হাতে গোনা মাত্র ক’দিন । আপনারা দেখতে থাকুন ।’’

বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

একই সঙ্গে তিনি এদিন আক্রমণ শানান নির্মল মাজি ও মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে ৷ নির্মল মাজি কেন মমতাকে সারদা মা বলে উল্লেখ করেছিলেন, সেই প্রশ্ন তোলেন ৷ অন্যদিকে অভিযোগ করেন, মা কালী সম্পর্কে খারাপ কথা বলেছেন ৷ অন্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে দোকানে আর আলকাতরা থাকত না বলেও তিনি কটাক্ষ করেন ৷ সারদা কাণ্ডের (Saradha Chit Fund Scam) প্রসঙ্গও টানেন শুভেন্দু ৷ ওই দুর্নীতি কাণ্ডের জন্য মমতাকে জেলে যেতে হবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন:তৃণমূলকে হারাতে মাতৃশক্তিকে নেতৃত্ব দিতে হবে, বার্তা শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details