কলকাতা, 7 নভেম্বর: ফের একবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (TET Agitation) পাশে দাঁড়ালেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁদের আন্দোলনের অধিকারের পক্ষে সওয়াল করে কলকাতা পুলিশ (Kolkata Police) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনায় সরব হলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তার দোহাই দিয়ে কেন ন্য়ায্য চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থলে বসতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ সমালোচনার একই সুর শোনা গিয়েছে তাঁর দলীয় সহকর্মী সজল ঘোষের গলাতেও ৷
উল্লেখ্য, সোমবার গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মতলার শহিদ মিনার চত্বরে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কারণেই রবিবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (শিক্ষক পদে) কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা পাঠানো হয় ৷ তাতে বলা হয়েছে, সোমবার বিক্ষোভকারীরা যেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় না বসেন ৷ তাতে শহিদ মিনার ও সংলগ্ন এলাকার আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে !
আরও পড়ুন:কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধ, নির্দেশ মেনেও ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের
কলকাতা পুলিশের এই অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ রবিবার পুলিশের তরফ থেকে সংশ্লিষ্ট নির্দেশটি আসার পরই এ নিয়ে একটি টুইট করেন তিনি ৷ তাতে কলকাতা পুলিশের নির্দেশিকাটির ছবি তুলে ধরেন শুভেন্দু ৷ সেইসঙ্গে লেখেন, "দৃষ্টি নান্দনিকতা বজায় রাখতেই কলকাতা পুলিশ যোগ্য চাকরিপ্রার্থীদের এই নির্দেশ দিয়েছে ৷ এই চাকরিপ্রার্থীরা তাঁদের বৈধ দাবি আদায়ের জন্য অবস্থান বিক্ষোভ করছেন ৷ আগামিকাল সংলগ্ন এলাকায় 'লেডি কিম' আসবেন ৷ সেখানে ধর্না হলে ভালো দেখাবে না ৷ আইন-শৃঙ্খলা রক্ষার যুক্তি ফালতু অজুহাত ৷"