পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu slams WB Govt: ঋণের বোঝায় বিধ্বস্ত বাংলা, হিসেব কষে বোঝালেন শুভেন্দু

ঋণ পাওয়ার উর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । কেন্দ্রের কাছে রাজ্যের এই দাবি না-মঞ্জুর করারও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আত্মপক্ষ সমর্থনে টুইট করলেন পশ্চিমবঙ্গের অর্থদফতর কর্তৃক প্রকাশিত ফিসকাল পলিশি স্ট্র্র্যাটেজি স্টেটমেন্টের অংশ (Suvendu Adhikari slams Govt of WB for raising a loan request to RBI) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 28, 2022, 10:02 PM IST

কলকাতা, 28 অক্টোবর: দেশের আইন অনুযায়ী, সর্বোচ্চ ঋণের সীমা অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই রাজ্যের কাঁধে থাকা করের বোঝার অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি টাকায় । তা সত্বেও ফের রিজার্ভ ব্যাংকের কাছে 10 হাজার কোটি টাকা ঋণের আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার । শুক্রবার টুইটে এমন দাবি করেই তৃণমূল শাসিত রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Govt of WB) ।

তৃণমূল ক্ষমতায় আসার পরের 13 বছরের যাবতীয় ঋণ নেওয়ার হিসাবও দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari) । প্রথম টুইটে একটি গ্রাফিকাল ছবি দিয়ে ঋণের পরিমাণ বুঝিয়েছিলেন । কয়েকঘণ্টা পরেই আত্মপক্ষ সমর্থনে টুইট করলেন পশ্চিমবঙ্গের অর্থদফতর কর্তৃক প্রকাশিত ফিসকাল পলিশি স্ট্র্র্যাটেজি স্টেটমেন্টের অংশ । একইস সঙ্গে রিজার্ভ ব্যাংকের কাছেও আবেদন করেছেন, রাজ্যকে এই ঋণ যেন মঞ্জুর না-করা হয় (Suvendu Adhikari slams Govt of WB for raising a loan request to RBI) ।

এদিন একটি টুইটে মমতার প্রাক্তন সৈনিক লিখেছেন, "রিজার্ভ ব্যাংকের কাছে 10 হাজার কোটি টাকার আবেদন করেছে রাজ্য সরকার । দূর্ভাগ্যবশত, রাজ্য সরকার ইতিমধ্যেই আর্থিক দায়বদ্ধতা এবং বাজেট ম্যানেজমেন্ট আইনের অধীনে ঋণ পাওয়ার উর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে । মমতার সরকারের কাঁধে এই মুহূর্তে 6 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে ।"

একই সঙ্গে কেন্দ্রের কাছে রাজ্যের এই দাবি না-মঞ্জুর করারও দাবি জানিয়েছেন অধিকারী বাড়ির মেজ ছেলে । টুইটে তিনি লিখেছেন, "অর্থমন্ত্রকের কাছে আমার অনুরোধ, এই আবেদন যেন মঞ্জুর না-করা হয় । বদলে পশ্চিমবঙ্গ সরকারকে ভূমিরাজস্ব ব্যবস্থায় পরিবর্তন এনে আভ্যন্তরীণ করের পরিমাণ বাড়ানোর দিকে নজর দেওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হোক । রাজ্যে শিল্প এনে কাজের সুযোগ বাড়ানো হোক, যাতে রাজ্যের কাঁধ থেকে করের বোঝা লাঘব হয় ।"

আরও পড়ুন: গরিবকে লুটতেই ডিয়ার লটারির রমরমা ! টুইটে সরব শুভেন্দু

বিরোধী দলনেতাকে পালটা দিয়েছে তৃণমূলও । অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এ বিষয়ে ওনার উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই । উনি বরং কেন্দ্রীয় সরকারকে বলুন, বাংলার বকেয়া চুকিয়ে দিতে ।" তিনি আরও বলেন, "সরকারি ঋণ এখন জিএসডিপির (Gross Domestic Product) 34.23 শতাংশে দাঁড়িয়েছে । রাজ্য বর্তমানে প্রতিকূলতা সত্বেও রাজস্ব ব্যবস্থাপনার কারণে জিডিপি বৃদ্ধিতে দেশে প্রথম সারিতে রয়েছে । যদি তিনি (পড়ুন শুভেন্দু অধিকারী) রাজ্যকে বকেয়া পাওয়ার বিষয়ে উদ্যোগ নেন, তাহলে আরবিআই-এর কাছে ঋণের অনুরোধ করার প্রয়োজন হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details