কলকাতা, 28 অক্টোবর: দেশের আইন অনুযায়ী, সর্বোচ্চ ঋণের সীমা অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই রাজ্যের কাঁধে থাকা করের বোঝার অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি টাকায় । তা সত্বেও ফের রিজার্ভ ব্যাংকের কাছে 10 হাজার কোটি টাকা ঋণের আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার । শুক্রবার টুইটে এমন দাবি করেই তৃণমূল শাসিত রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Govt of WB) ।
তৃণমূল ক্ষমতায় আসার পরের 13 বছরের যাবতীয় ঋণ নেওয়ার হিসাবও দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari) । প্রথম টুইটে একটি গ্রাফিকাল ছবি দিয়ে ঋণের পরিমাণ বুঝিয়েছিলেন । কয়েকঘণ্টা পরেই আত্মপক্ষ সমর্থনে টুইট করলেন পশ্চিমবঙ্গের অর্থদফতর কর্তৃক প্রকাশিত ফিসকাল পলিশি স্ট্র্র্যাটেজি স্টেটমেন্টের অংশ । একইস সঙ্গে রিজার্ভ ব্যাংকের কাছেও আবেদন করেছেন, রাজ্যকে এই ঋণ যেন মঞ্জুর না-করা হয় (Suvendu Adhikari slams Govt of WB for raising a loan request to RBI) ।
এদিন একটি টুইটে মমতার প্রাক্তন সৈনিক লিখেছেন, "রিজার্ভ ব্যাংকের কাছে 10 হাজার কোটি টাকার আবেদন করেছে রাজ্য সরকার । দূর্ভাগ্যবশত, রাজ্য সরকার ইতিমধ্যেই আর্থিক দায়বদ্ধতা এবং বাজেট ম্যানেজমেন্ট আইনের অধীনে ঋণ পাওয়ার উর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে । মমতার সরকারের কাঁধে এই মুহূর্তে 6 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে ।"