কলকাতা, 13 অক্টোবর: সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, কলকাতা পুলিশের অধীনে যাঁরা সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন, তাঁদের বোনাসের পরিমাণ পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের থেকে বেশি ৷ কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের থেকে দ্বিগুনের বেশি বোনাস পাচ্ছেন ৷
শুক্রবার এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা ৷ ফেসবুকে তিনি লিখেছেন বাংলায় ৷ আর একই বিষয় ইংরেজিতে লিখে তিনি পোস্ট করেছেন তাঁর এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে ৷ শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, ‘‘পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু'হাজার টাকা করে । এটা কেমন বিচার ?’’ তাই এই বৈষম্যকে তিনি ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেছেন ৷
একই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশত টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনো বৈষম্য চলবে না ।’’