কলকাতা, 21 সেপ্টেম্বর: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের খুঁটিনাটি জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনের আওতায় রাজ্যের সংশ্লিষ্ট দফতরগুলিতে চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বৃহস্পতিবার এই চিঠিতে তিনি লিখেছেন যে, রাজ্যের দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী তথ্য জানার অধিকার আইন 2005-এর 6 নং ধারা অনুযায়ী সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকদের কাছে এই তথ্যগুলি জানতে চেয়েছেন ।
ইউনাইটেড আরব এমিরেটস বা আরব আমিরশাহী এবং স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা কারা গিয়েছিলেন এবং মোট কত খরচ পড়েছে, এইসব কিছু নিয়ে বিস্তারিত ভাবার একাধিক প্রশ্ন দিয়ে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।
এই দফতরকে চিঠিটি পাঠানোর পরেই তা ফেসবুক পোস্ট করেছেন বিরোধী দলনেতা । এই চিঠির সঙ্গে তিনি এও লিখেছেন যে, "মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে 'শিল্পায়নের' লক্ষ্যে গত 12 সেপ্টেম্বর থেকে 11 দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহী ও স্পেন সফরে গিয়েছেন । ওনার এই সফর নিয়ে পশ্চিমবঙ্গের জনগণের মনে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ।"