কলকাতা, 26 নভেম্বর: বেআইনিভাবে নিযুক্ত হওয়া শিক্ষকদের পুনর্বহাল ইস্যুতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এই পুনর্বহালের সিদ্ধান্তের জেরে পশ্চিমবঙ্গে অতি জরুরি অবস্থা (Ultra Emergency Situation) তৈরি হয়েছে বলে তাঁর অভিযোগ ৷ শনিবার এই ইস্যুতে তিনি টুইট করেন ৷ সেখানেই তিনি এই অভিযোগ তুলেছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) বিতর্কে নতুন মোড় এসেছে সম্প্রতি ৷ সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরিহারাদের পুনর্বহাল করতে আদালতে আবেদন জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ৷ এই নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে তা ফিরিয়ে নিতে অনুমতি চায় এসএসসি (SSC) ৷ কিন্তু এই পদ কেন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে কারা ছিল, তা জানতে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ পরে সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই নির্দেশে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয় ৷