কলকাতা, 8 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেই নিয়েই মমতার বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মমতার সব কথাই মিথ্যে বলে তিনি দাবি করেছেন ৷ বুধবার এই নিয়ে টুইটও করেন শুভেন্দু ৷ কটাক্ষ করে লেখেন যে মিথ্যাশ্রীর কথা বলতে ভুলে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি মমতাকে মিথ্যাশ্রীর প্রথম প্রাপক হিসেবে উল্লেখ করেছেন ৷
ত্রিপুরায় আগামী 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ সেই ভোটে বিজেপির (BJP) অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ৷ তাই গত সোমবার আগরতলায় যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার একটি পদযাত্রা করেন ৷ তার পর নির্বাচনী জনসভা করেন ৷ সেই সভা থেকে তিনি সিপিএম ও বিজেপিকে আক্রমণ করেন ৷ তাঁর সমালোচনা থেকে বাদ যায়নি কংগ্রেসও ৷ ত্রিপুরায় সিপিএম, কংগ্রেস ও বিজেপির সরকার মানুষ দেখেছে ৷ কিন্তু তৃণমূল এবারই প্রথম লড়াইয়ে ৷ তাই মমতাকে তাঁর দলকে একবার সুযোগ দেওয়ার আবেদন করেন ত্রিপুরাবাসীর কাছে ৷
ত্রিপুরার মানুষ তৃণমূলকে জিতিয়ে সরকারে আনলে কী লাভ হবে, সেই ব্যাখ্যাও দেন ঘাসফুলের চেয়ারপার্সন ৷ তখনই তিনি বাংলায় তাঁর সরকারের করা বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন ৷ বাংলার জন্য তাঁর সরকার কী কী উন্নয়ন করেছেন, সেই খতিয়ানও দেন ৷ তিনি দাবি করেন, ত্রিপুরায় তৃণমূলের সরকার হলে বাংলার মতোই উন্নয়ন হবে ৷